১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিলারার দ্বিতীয় সেঞ্চুরি জাহানারার ফাইফার

-


দিলারা আক্তারের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে সিটি ক্লাবকে ৫২ রানে গুটিয়ে ৩৫০ রানের বিশাল জয় তুলে নিয়েছে আবাহনী। আগের ম্যাচের মতো বিস্ফোরক ব্যাটিংয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি উপহার দিলেন দিলারা। সাথে শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দারের ফিফটিতে আবাহনী পরপর দুই ম্যাচে খেলল ৪০০ ছাড়ানো ইনিংস। জবাবে ৫০ পেরিয়েই গুটিয়ে গেল সিটি ক্লাব। আকাশি-নীলদের আরেকটি বিশাল জয়। ৮ ম্যাচের সাতটি জিতে পয়েন্ট টেবিলে দুইয়ে আবাহনী। এখন পর্যন্ত এক ম্যাচ জেতা সিটি ক্লাব ১০ দলের মধ্যে নবম। ৮ ম্যাচের সবকটি জিতে শীর্ষে মোহামেডান।
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল পাঁচ উইকেটে ৪০২ রান করেছে আবাহনী। আগের ম্যাচে দেশের ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের সংস্করণে প্রথম দল হিসেবে ৪০০ করার কীর্তি গড়ে করেছিল ৪০৪ রান! টানা দুই ম্যাচে দলটির বড় স্কোরের কারিগর দিলারা। সিটি ক্লাবের বিপক্ষে ৯৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন তিনি। ১২ ছক্কার সাথে তার ইনিংসে চার ৯টি। সিটি ক্লাবকে ৫২ রানে গুঁড়িয়ে ৩৫০ রানের বিশাল জয় তুলে নেয় আবাহনী।
গত রাউন্ডে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে গুটিয়ে মেয়েদের লিগে সর্বোচ্চ ব্যবধানে (৩৬৮ রানে) জয়ের রেকর্ড গড়েছিল তারা।। দিলারা করেছিলেন ৫৮ বলে ১০৪।

আবাহনীর এবারের জয়ে অবদান কম নয় জাহানারা আলমেরও। জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা অভিজ্ঞ এই পেসার স্রেফ ১৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। চলতি লিগে তার উইকেট সংখ্যা হলো ৮ ইনিংসে ২৩টি। যা আসরে সর্বোচ্চ।
গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দেখেশুনে খেলেন দিলারা ও শারমিন। ৪০ বলে ৫০ স্পর্শ করেন দিলারা, শারমিনের ফিফটি আসে ৬২ বলে। এরপর ঝড় তোলেন দিলারা। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে তার লাগে কেবল ২৬ বল। এর কিছুক্ষণ পর চারটি চারে ৬৫ রান করা শারমিন বিদায় নিলে ভাঙে আবাহনীর ২১৮ রানের উদ্বোধনী জুটি। দিলারা দেড়শ স্পর্শ করেন ৮৮ বলে। তার বিদায়ের পর আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন রুবাইয়া হায়দার। ৩৮ রান করেন প্রাথুশা কুমার। শেষ দিকে নাহিদা আক্তারের ১৮ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসে ৪০০ পার করে আবাহনী।
জবাব দিতে নেমে জাহানারার তোপের মুখে পড়ে সিটি ক্লাব। ইনিংসের তৃতীয় বলে উইকেট তুলে নেয়া এই পেসার নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন। সিটি ক্লাবের শেষ ব্যাটারকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। শরিফা খাতুন দুই রানে দুই উইকট পান।
বিকেএসপির জয়
গুলশান ইয়ুথ ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়ে জয় পেয়েছে বিকেএসপি। প্রতিপক্ষকে ১৩৮ রানে গুটিয়ে জয় তুলে নিয়েছে ৪১ বল বাকি থাকতে। গুলশান ইয়ুথ ক্লাবকে দেড়শর আগে থামিয়ে দেয়ার পথে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন নিশিতা আক্তার। ২৮ রানে তিন উইকেট নিয়ে বিকেএসপির সেরা বোলার তিনি। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে চারে বিকেএসপি। ৬ পয়েন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের অবস্থান ষষ্ঠ।

 


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল