সিঙ্গাপুর যাচ্ছে হকি দল
- ক্রীড়া প্রতিবেদক
- ১১ জুন ২০২৪, ০০:০০
সিঙ্গাপুরের উদ্দেশে আগামীকাল রাতে নারী ও পুরুষ হকি দল একত্রে দেশ ত্যাগ করবে জুনিয়র এএইচএফ কাপে অংশ নিতে। বাংলাদেশের হকিতে একই সাথে নারী ও পুরুষ দুই দলের দেশ ত্যাগের ঘটনা এবারই প্রথম। গত বছর ওমানে ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দল অংশ নিয়েছিল। সেবার দুই দল ভিন্ন ভিন্ন সময়ে গিয়েছিল। ফাইভ এ সাইড হকির খেলোয়াড় সংখ্যাও কম ছিল।
১৪ জুন সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপ শুরু হবে। বাংলাদেশের এ গ্রুপে রয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। নারী বিভাগে গ্রুপিং নেই। চাইনিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা একে অন্যের সাথে খেলবে। বাংলাদেশ পুরুষ দল গত আসরের চ্যাম্পিয়ন।
এই টুর্নামেন্ট উপলক্ষে প্রায় এক মাস প্রস্তুতি নিয়েছে পুরুষে ৩৮ ও নারী দলে ৩২ জন খেলোয়াড়। দুই দলের কোচ ১৮ জন করে খেলোয়াড় চূড়ান্ত করেছে। টুর্নামেন্টে শেষ পর্যন্ত অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সব মিলিয়ে ৪০-এর বেশি কন্টিনজেন্ট। বিমান ভাড়াই প্রায় ৩০ লাখ টাকা। দেশে প্রশিক্ষণ, সিঙ্গাপুরে আবসান ও অন্যান্য খাতে আরো অনেক ব্যয় রয়েছে। সব মিলিয়ে অর্ধকোটির উপর খরচ। হকি ফেডারেশন বেশ ঝুঁকি ও দেনা করেই সিঙ্গাপুরে দুই দল পাঠাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা