১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ: আফ্রিকা ভালো খেলছে না বলেই আশা

বললেন জাভেদ ওমর
-

টানা দুই ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে। ফলে টাইগারদের সামনে এখন সুপার এইটে উঠার সুযোগ। এই মিশনে আজ নিউইয়র্কে নাজমুল হোসেন শান্তদের সামনে প্রোটিয়ারা। এই ম্যাচে বাংলাদেশের জন্য টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ খেলা জাভেদ ওমর বেলিম। তার মতে, টসে জিতে বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় এবং অল্প পুঁজিতে তাদের আটকে রাখতে পারে, তাহলে জয়ের ভালো সম্ভাবনা থাকবে। ১৩০ এ দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখতে পারলেই চলবে।’ জানান, বাংলাদেশের পেসাররা ভালো করেছে লঙ্কানদের বিপক্ষে। এরপর তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দারুণ জয় এনে দেয়। জাভেদ বলেন, দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে জিতলেও তারা ভালো খেলছে না। এটাই বাংলাদেশের জন্য ভালো সুযোগ আজকের ম্যাচে জেতা।’
ক্রীড়া পরিবার থেকে আসা জাভেদের মতে, লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলের চারটি ছক্কাই ম্যাচে তফাৎ গড়ে দেয়। হৃদয়ের তিন ছয় এবং শেষে রিয়াদের ছক্কা, জানান, বাংলাদেশ দলের মধ্যে আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। তা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ফলে। এই আত্মবিশ্বাসই তাদের বিশাল পুঁজি। তারা গর্তের কিনারা থেকে উঠে এসেছে। বোলিং সাইডে তাসকিন এসেছেন, মোস্তাফিজ আছেন। রিশাদও ভালো করছে। লিটন ভালো ব্যাটিং করেছে। এরপর হৃদয়ের ব্যাটিং ও শেষে রিয়াদের দায়িত্বশীল ইনিংস, এতেই জয়। এর পরও ব্যাটারদের ফর্মে ফিরতে হবে আজকের ম্যাচে।
তার মতে, দক্ষিণ আফ্রিকার করুণ দশাই হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৩ রানের জবাবে ১২ রানে চার উইকেট হারানোর পর পাঁচ উইকেট খোয়াল ৭৭ রানে। কিন্তু ডেভিড মিলারের ৫৯ রানের ইনিংসই তাদের জিতিয়ে দেয়।

 


আরো সংবাদ



premium cement
নৌ নেতৃত্ব গঠনে মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভালুকায় এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকারের সহায়তা প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান সাবেক কৃষিমন্ত্রীকে আদাল‌তে নেয়ার সময় পু‌লিশভ্যানে ডিম নিক্ষেপ অন্য ক্লাবে যাচ্ছেন না কোচ গার্দিওলা দুই ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ ফ্লিক

সকল