১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমানের বিপক্ষে স্কটিশদের এগিয়ে যাওয়ার ম্যাচ

-

‘বি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের গতকাল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচের আগ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে স্কটল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারানো। যা এই অবস্থানে নিয়ে এসেছে স্কটল্যান্ডকে। এখন তাদের এগিয়ে যাওয়ার ম্যাচ আজ ওমানের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এন্টিগা-বারবুডার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
ওমান এখণ পর্যন্ত কোনো ম্যাচেই জিততে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে হারের আগে নামিবিয়ার কাছে সুপার ওভারে মাথা নত করা। ফলে আজ যদি মধ্যপ্রাচ্যের এই দেশ জিততে পারে তাহলে তলানি থেকে উপরে উঠতে পারবে। অন্য দিকে স্কটল্যান্ড জিতলে প্রবলভাবেই কড়া নাড়বে সুপার এইটে। স্কটিশ অধিনায়ক রিচি ব্যরিংটন আগের ম্যাচে ফিফটি করেন। এ ছাড়া জর্জ মুনসে, মাইকেল জোন্স, ব্রেন্ডন ম্যাকমুলেন তাদের ভরসা। ওমান অবশ্য সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি এ বারের বিশ্বকাপে।


আরো সংবাদ



premium cement