১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিতলেই সব ঠিক হয়ে যাবে : তাসকিন

-

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। যদিও টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে করছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সহ-অধিনায়ক জানান, নিজেদের উন্নতি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছেন।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে টি-২০ বিশ্বকাপ সফরে যায় বাংলাদেশ। আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও ৬০ রানে হারে লাল-সবুজের দল। এত কিছু পরও একটি জয়ই সবকিছু বদলে দেবে বলে বিশ্বাস করছেন তাসকিন। এ দিকে যুক্তরাষ্ট্রে গত ১৯ দিনে মাত্র পাঁচ দিন অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ দল। ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন না দলটির ৯০-৯৫ ভাগ ক্রিকেটার।
তাসকিন বলেন, ‘শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। ব্যর্থতায় মূলত অনেক চাপে আছি। আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। একটি ম্যাচ জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’
জিম্বাবুয়ে সিরিজে তাসকিনের চোট পাওয়াটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়া যাবে সেই আশায় বাংলাদেশ দলে রাখা হয়েছিল এই পেসারকে। এমনকি বিশ্বকাপ দলের সহ-অধিনায়কের দায়িত্বও দেয়া হয় তাকে। তাসকিন বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পেরেছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। ওভারঅল ইম্প্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি প্রথম ম্যাচ থেকে খেলতে পারব।’
এ দিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। তাসকিনের চোখে শরিফুলের না থাকাটা বড় ক্ষতি। ‘শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে। শরীফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে অন্যরা প্রস্তুত। যারাই খেলবে সেরাটি দিতে পারলে যথেষ্ট হবে।’


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল