জয় চায় ইংল্যান্ড ও স্কটল্যান্ড
- ক্রীড়া ডেস্ক
- ০৪ জুন ২০২৪, ০১:৩৫
ওয়ানডেতে দেখা হলেও টি-২০তে এই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। টি-২০ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবেলা করবে স্কটিশরা। আর প্রথম সাক্ষাতকে স্মরণীয় করে রাখতে চায় দুই দলই। বার্বাডোজে আজ ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মাঠে নামবে প্রতিবেশী দুই দেশ।
ওয়ানডেতে পাঁচবারের দেখায় তৃতীটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত আর স্কটল্যান্ড জিতেছে একটি। ২০১৮ সালে স্কটল্যান্ড সফরে এক ম্যাচের ওয়ানডে সিরিজে এডিনবার্গে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছিল স্কটিশরা। সেই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়েছিল স্কটল্যান্ড। জবাবে ৩৬৫ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানের জয়ই প্রথম স্কটিশদের। টি-২০তে প্রথম বলেই অনেক বেশি সতর্ক ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার বলেন, ‘জয় দিয়ে যেকোনো টুর্নামেন্ট বা সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। বিশেষ করে বিশ^কাপে শুভ সূচনা করতে পারলে চাঙ্গা থাকে মনোবল। বিশ^কাপে প্রথম ম্যাচে আমাদের একমাত্র লক্ষ্যই জয়। এখানে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত টি-২০ বিশ^কাপ জয়ের পর গত দেড় বছরে মাত্র চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে দু’টিতে হার ও একটি করে জয় ও ড্র করেছে ইংলিশরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা