১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রাইজমানি দ্বিগুণ হলো টি-২০ বিশ্বকাপের

-

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ শুরু হওয়া টি-২০ বিশ্বকাপের অর্থ পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা (আইসিসি)। চলমান আসরের জন্য থাকছে মোট এক কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার। গত দুই আসরে যা ছিল ৫৬ লাখ ডলার করে।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে এবারের আসরের প্রাইজমানি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেয়া হবে সাত লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে তিন লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো পাবে দুই লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। আর ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে দুই লাখ ২৫ হাজার ডলার করে।
এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য প্রতিটা দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে। ২৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৫৫টি। ফাইনাল হবে ২৯ জুন।

 


আরো সংবাদ



premium cement