১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চমক দেখাতে পারে ডাচ ও নেপাল : গিলক্রিস্ট

-

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত ‘গ্রুপ ডি’। এই গ্রুপে আছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং নেপাল। এই গ্রুপ থেকে নেপাল ও নেদারল্যান্ডসের যেকোনো একটি দল চমকে দিতে পারে বলে মনে করেন অ্যাডাম গিলক্রিস্ট।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই উইকেটরক্ষক নেপাল ও নেদারল্যান্ডসের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। গতবারের টি-২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে চমকে দেয় নেদারল্যান্ডস। এবারো এই দুটি দল একই গ্রুপে হওয়ায় সেকথাই মনে করিয়ে দিয়েছেন গিলক্রিস্ট। এ ছাড়া নেপাল দলের কয়েকজন ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স মনে ধরেছে অজি এই সাবেক উইকেটরক্ষকের। তিনি বলেন, ‘আমি মনে করি, নেপাল একটা দল যারা সবাইকে চমকে দিতে পারে। তাদের ক’জন ক্রিকেটার আছে যারা বিশ্বের বিভিন্ন লিগে কয়েকবছর ধরে খেলছে। ডাচরাও বিশ্বকাপ খেলার জন্যে প্রস্তুত। তারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তারা আবারো সাউথ আফ্রিকার গ্রুপে পড়েছে। শেষবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। এই গ্রুপ থেকে ডাচরাও পারে চমকে দিতে।’
এই গ্রুপে বাংলাদেশ থাকলেও নাজমুল হোসেন শান্তর দলকে এগিয়ে রাখতে নারাজ গিলক্রিস্ট। মূলত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় লাল-সবুজের দলকে সেভাবে মূল্যায়ন করছেন না তিনি। একই সাথে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলগুলোও চমকে দিতে পারে বলেই বিশ্বাস তার, ‘গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ম্যাচের ফলাফলগুলো দেখুন। যুক্তরাষ্ট্র নিজেদের ভালোমতোই চিনিয়েছে। বাংলাদেশ তাদের কাছে দুইবার হেরেছে। তাদের শুধু পারফর্ম করার জায়গা দরকার আর নিজেদের মেলে ধরার সুযোগ দরকার।’

 


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল