০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ফাইনালে আজ মুখোমুখি রিয়াল-ডর্টমুন্ড

-

২০২৩-২৪ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আন্ডারডগ বরুসিয়া ডর্টমুন্ড ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদ। বুন্দেসলিগা পাওয়ারহাউজদের লক্ষ্য ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয়বার শিরোপা জয়। অপর দিকে ১৫তম বারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাব কাপে তাদের নাম খোদাই করার চেষ্টা করবে লস ব্লাঙ্কোসরা।
ওয়েম্বলিতে টিকিট নিশ্চিত করতে শেষ চারে উঠতে কোচ এডিন টেরজিকের শীর্ষরা প্যারিস সেন্ট-জার্মেইর বিপক্ষে দুই লেগেই ১-০তে জয়লাভ করেছিল। অন্য দিকে কার্লো অ্যানচেলোত্তির সৈন্যরা বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্রর পর নিজেদের মাঠে ফিরতে লেগে ২-১ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে।
রিয়াল মাদ্রিদ জানুয়ারিতে কোপা দেল রেতে পরাজিত হওয়ার পর থেকে টানা ২৫টি ম্যাচে অপরাজিত। ২০২৩-২৪ মৌসুমে প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই নেট খুঁজে পেয়েছে তারা। ডিফেন্ডার ডেভিড আলাবা ও আরলিন চৌমেনি ছাড়া অ্যানচেলোত্তির বাকি আউটফিল্ড ভালো অবস্থানে। গোলরক্ষক থিবো কর্তোয়- সম্পূর্ণ ফিট। আছেন ক্রুস, মডরিচ, এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ফেদেরিকো ভালভার্দে। সামনে আছেন জোসেলু, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রের সাথে বেলিংহ্যাম।
অপর দিকে ডর্টমুন্ডের বেশ কিছু তারকা পূর্ণ সুস্থতায় ফিরিয়ে এসেছেন। যার মধ্যে রয়েছে র্যামি বেনসেবাইনি, জুলিয়েন ডুরানভিল ও মাতু মোরে। জার্মানদের র্যাংকে একমাত্র প্রশ্নবোধক চিহ্ন হলো স্ট্রাইকার সেবাস্তিয়ান হ্যালার। যিনি গোড়ালিতে সমস্যা হওয়ার পরে দলের প্রশিক্ষণে ফিরেছেন।
রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড এখন পর্যন্ত ১৪বার মুখোমুখি হয়েছে। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে গ্রুপ ‘এইচ’-এর প্রথম লেগে ৩-২ ও ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরেছে জার্মান ক্লাবটি। আর ১৪বারের দেখায়ও জয়ের দিক থেকে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ। তারা ছয়বার জয়ের বিপরীতে হেরেছে তিনবার। আর বাকি পাঁচটি ম্যাচ হয়েছিল ড্র। ওয়েম্বলিতে আজ ১৫বারের মতো মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।


আরো সংবাদ



premium cement