১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আলকারাজ ও জাবেউর তৃতীয় রাউন্ডে

-

ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গেলসে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিউনিসিয়ার অন্স জাবেউর। পুরুষ এককে তৃতীয় রাউন্ডে স্টেফানোস সিটসিপাস। দ্বিতীয় রাউন্ডে চার সেটে তিনি হারিয়েছেন জার্মানির ড্যানিয়েল অল্টমায়ারকে। এছাড়া অপর ম্যাচে স্পেনের কার্লোস আলকারাজ ৩-১ সেটে হারিয়েছেন নেদারল্যান্ডসের ডেসপার ডি জংকে। ফলে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনিও। রোল্যান্ড গ্যারোসে গতকাল জাবেউর হারিয়েছেন কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে।


আরো সংবাদ



premium cement