ট্রিপল জাম্পে দেশকে পদক দিতে চান তামিম
- ক্রীড়া প্রতিবেদক
- ২৮ মে ২০২৪, ০০:০০
এবারের শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে দ্বিতীয় দিনে ট্রিপল জাম্পে রেকর্ড হয়েছে। আর এই রেকর্ড গড়েছেন বিকেএসপির তামিম হোসেন। ১৪.৫৬ মিটার লাফিয়ে এই রেকর্ড গড়েন যশোরের এই উঠতি ছেলে। এতে ভেঙ্গে গেলে ১৪ বছর আগের রেকর্ড। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রিপল জাম্পে রেকর্ড করেই বিকেএসপির এই অ্যাথলেট অংশ নেন ১০০ মিটার রিলেতে। সেখানেও দলকে স্বর্ণ এনে দেন। এএসসি পরীক্ষা দেয়া তামিম অবগত আছেন ১৯৮৪ সালের কাঠমান্ডু সাফ গেমসে (বর্তমান এসএ গেমস) এই ট্রিপল জাম্পে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেই স্বর্ণ এনে দেন মজিবুর রহমান মল্লিক। এরপর আর এই ইভেন্টে স্বর্ণের দেখা নেই লাল-সবুজ অ্যাথলেটদের। তবে কাল তামিম জানান, এখন আমার লক্ষ্য এই ইভেন্টে ফের বাংলাদেশকে এসএ গেমসে স্বর্ণ এনে দেয়া।
জাম্প ইভেন্ট খুবই প্রিয় তামিমের। আগে ইন্টার স্কুল ফুটবলে অংশ নিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও আছে। এরপর ধীরে ধীরে ফুটবল ছেড়ে একবারেই পুরোদস্তুর অ্যাথলেট তিনি। শুধু ট্রিপল জাম্পই নয়। লং জাম্প এবং হাইজাম্পেও অংশ নেন। এবার হাইজাম্পে রৌপ্য জয় করেন। তবে তার মূল ইভেন্ট ট্রিপল জাম্প। কার্ল লুইস অলিম্পিক গেমসে লং জাম্পের সাথে ১০০ মিটার রিলে ও ১০০ মিটারে স্বর্ণ জয় করেন। তবে তামিমের কোনো ইচ্ছে নেই ১০০ মিটারে দৌড়ানোর। বরং লক্ষ্য একটাই ট্রিপল জাম্পে দেশকে সেরা পদকটিই এনে দেয়া।
২০২১ সালে বিকেএসপিতে ভর্তি হওয়া তামিম গত বছর হওয়া সর্বশেষ যুব গেমসে হাইজাম্পে রেকর্ড করেছেন। তবে লং জাম্পে অংশ নিতে পারেননি পারফরম্যান্স খারাপ হওয়ার জন্য। ছিল না ট্রিপল জাম্প। যশোরের আরো অনেক খেলোয়াড় জাম্প ইভেন্টে এসেছেন। তামিম জানান, ওদের দেখেই আমি জাম্প ইভেন্টে আসি। এখন আমার লক্ষ্য এ বছর হওয়া সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্সে পদক গলায় তোলা।
জাম্পে বিকেএসপির কোচ পিএইচডিধারী মেহেদী হাসান। তামিমের ব্যাপারে আশাবাদ এই কোচেরও। জানান, ‘তামিম হাই জাম্প, লং জাম্ম এবং ট্রিপল জাম্পে খেলছে। এখন সে হাইজাম্পের চেয়ে লং জাম্প এবং ট্রিপল জাম্পে ভালো করছে। রিলে ইভেন্টেও তাকে রাখা হয়েছে স্পিডটা ঠিক রাখার জন্য। তবে তাকে দুই ইভেন্টে রাখা যাবে ন। ভবিষ্যতে তাকে যেকোনো একটি ইভেন্ট বাছাই করতে হবে। সাথে স্প্রিন্ট। অর্থাৎ স্প্রিন্ট ও লং জাম্প বা স্প্রিন্ট ও ট্রিপল জাম্প।’ বাকি সময়ে ফেডারেশনকে এই বিষয়ে তদারকির ওপর গুরুত্ব দেয় মেহেদী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা