০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

টাইগার্স ক্যাম্পে মুশফিক-মিরাজ-সাইফউদ্দিন

লিটনের বিকল্প বিজয়-অনিকের বিকল্প সোহান
-

ফর্মহীনতায় ধুঁকতে থাকা লিটন দাসকে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে রাখা নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিল নির্বাচক প্যানেল। যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচেও হতাশ করেছেন লিটন। শেষ পর্যন্ত বাদ পড়েন দ্বিতীয় টি-২০র একাদশ থেকে। গত ২৪ মে পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ ছিল। কোচ-অধিনায়কের সাথে আলোচনা করে আগের স্কোয়াডই বহাল রাখে নির্বাচক প্যানেল। পরিবর্তন না করলেও লিটনদের বিকল্প ক্রিকেটার যেন প্রস্তুত থাকে সেই কার্যক্রম হাতে নিয়েছে বোর্ড। দল ফর্মহীনতায় ভুগলেও আর পরিবর্তনের কোনো সুযোগ নেই। কেউ ইনজুরিতে না পড়লে আইসিসি অনুমোদন দেবে না; অর্থাৎ বিশ্বকাপে লিটনরা কেউ ইনজুরিতে পড়লেই তবে দরজা খুলবে টাইগার্স ক্যাম্পে থাকা ক্রিকেটারদের।
গতকাল দুপুরে ২১ জনের বাংলা টাইগার্স স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সেখানে ৬ ক্রিকেটার সাদা বলে নিজেদের প্রস্তুত করবেন; যাতে যেকোনো সময়ে ডাক এলে উড়াল দিতে পারেন। লিটনের বিকল্প হিসেবে এনামুল হক বিজয়, জাকের আলী অনিকের বিকল্প হিসেবে নুরুল হাসান সোহানকে প্রস্তুত রাখা হবে। এ ছাড়াও বাকি চার বিকল্প ক্রিকেটার হলেন মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন। মোহাম্মদ সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল এ তালিকায়। তবে পারিবারিক কারণে ব্যস্ত থাকায় তার পরিবর্তে খালেদ আহমেদ বিকল্প ক্রিকেটার হিসেবে থাকছেন। পরে যোগ দেবেন সাইফউদ্দিন।
বিপিএল ও ডিপিএলে পারফর্ম করে ১৮ মাস পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চার ম্যাচে ৮ উইকেট নিয়েও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টদের মন ভরাতে পারেনি পেস বোলিং এই অলরাউন্ডার। বিপিএলে ডেথ ওভারে দারুণ সব ইয়র্কার দিলেও জিম্বাবুয়ের সাথে তেমনটি করতে পারেননি তিনি। প্রত্যাশা মেটাতে না পারায় বাদ পড়েছেন বিশ্বকাপ খেলার খুব কাছে থাকা সাইফউদ্দিন।
বিশ্বকাপে সুযোগ না হলেও সাইফউদ্দিনকে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফ স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন ২১ সদস্যের এই দলে। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে খেললেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের হতে যাওয়া বিশ্বকাপ দলে নেই মিরাজ।
ডিপিএলের এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৩ সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ১৩ ম্যাচে ৬২৩ রান করেছিলেন পারভেজ হোসেন ইমন। এমন পারফরম্যান্সের পর সবশেষ জিম্বাবুয়ে সিরিজের টি-২০ দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঁ হাতি এই ওপেনারের। কোনো ম্যাচ খেলে বাদ পড়া পারভেজ ইমনের সুযোগ হয়নি বিশ্বকাপ দলেও। তরুণ এই ক্রিকেটারও আছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে।
ব্যাট হাতে ডিপিএলের এবারের আসরটা দারুণ কাটিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রানার্স আপ করতে ব্যাটিংয়ে অবদান রাখেন তিনি। তরুণ এই উইকেটকিপার ব্যাটার ১৬ ম্যাচে করেছেন ৬৪৭ রান। অঙ্কনের চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউই। ১৩ ম্যাচে ৫৬৩ রান করা এনামুল হক বিজয়ও আছেন স্কোয়াডে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা নুরুল হাসান সোহানও সুযোগ পেয়েছেন।
সবশেষ ডিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন আবু হায়দার রনি। মোহামেডানের জার্সিতে খেলা বাঁ হাতি এই পেসার ১৬ ম্যাচে নিয়েছেন ৩১ উইকেট। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা আবু হায়দারকে ক্যাম্পে ডেকে নিয়েছেন নির্বাচকরা। ২৬ মে থেকে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কয়েক ধাপের এই ক্যাম্প। যেখানে টেকনিক্যাল, টেকটিক্যাল ও মানসিকতার ওপর জোর দেয়া হবে।
বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ‘লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই। উপরের দিকে বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের সমস্যা হয়।’
তিনি যোগ করেন, ‘সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। খালেদ আছে, সাইফউদ্দিন ১০ তারিখের পর আসবে। ইমন আছে। নাসুম আছে, মিরাজ আছে। নাসুমের কাছ থেকেও চিঠি পেয়েছি ঢাকায় চার-পাঁচ দিন অনুশীলন করতে পারবেন না। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। মেডিক্যাল টিম মনে করলে সামনের মাসের শুরুতেই সিলেটের সেশনে জয়েন করবেন।’
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনি।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল