১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এলপিএলে মোস্তাফিজদের চুক্তি বাতিল

-

টি-২০ বিশ্বকাপের পরই ১ জুলাই থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। গত মঙ্গলবার হয়েছে এই টুর্নামেন্টের নিলাম। অবশ্য নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল ডাম্বুলা থান্ডার্স। এবার নতুন মালিকানায় এলপিএলে খেলার কথা ছিল ডাম্বুলার। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছিল বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। ম্যাচ ফিক্সিং ও বেটিংয়ের সাথে যুক্ত থাকার সন্দেহে ফ্র্যাঞ্চাইজিটির মালিক তামিম রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুবাইয়ে যাওয়ার সময় কলম্বোর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে লঙ্কান পুলিশ।
৩১ মে পর্যন্ত তাকে হাজতে থাকতে হবে। এরই মধ্যে চলবে এই ঘটনার তদন্তও। শ্রীলঙ্কার আইন অনুযায়ী ১০ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। ফ্র্যাঞ্চাইজির মালিক তামিম রহমান গ্রেফতার হওয়ার পর ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফলে এলপিএলে তাদের কেনা ক্রিকেটারদের কী হবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।


আরো সংবাদ



premium cement