১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বসুন্ধরার ট্রেবল নাকি মোহামেডানের প্রথম

ফাইনালে মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে গতকাল ময়মনসিংহে অনুশীলনে বসুন্ধরা কিংসের ফুটবলাররা : বসুন্ধরা কিংস -

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে হারের তেতো স্বাদ দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সাথে তারা ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন দল। এ দুই শক্তিই আজ বসুন্ধরা কিংসের বিপক্ষে সাদাকালো শিবিরের বড় প্রেরণা মনে করছেন আলফাজ আহমেদ। এ আত্মবিশ্বাসই আজ ফের বসুন্ধরা কিংসের বিপক্ষে শক্তি জোগাচ্ছে তাদের জানালেন মোহামেডান কোচ। অন্য দিকে চলতি মৌসুমে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে অস্কার ব্রুজনের দল। তারা আজ মোহামেডানকে হারিয়েই চলতি মৌসুমের তিন নাম্বার বা শেষ ট্রফি জিততে চায়। জানান কোচ অস্কার ব্রুজন। ইতিমধ্যেই বসুন্ধরা কিংস জিতেছে এবারের স্বাধীনতা কাপ এবং লিগ শিরোপা। ফলে আজ এজিবি বসুন্ধরা ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন হলে সিজনে তিন ট্রফিই জেতা হতে তাদের। শেষপর্যন্ত রবসন রবিনহোরা ট্রেবল জিতবে নাকি মোহামেডান এ মৌসুমে প্রথম শিরোপার দেখা পাবে তা জানা যাবে বিকেল পাঁচটার পর। এর আগে বিকেল তিনটায় ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে শুরু হবে ফেডারেশন কাপের এ ফাইনাল।
মোহামেডান গত বছর ঢাকা আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে জিতেছিল ফেডারেশন কাপ, যা দলটির ১৪ বছরের শিরোপার খরা ঘুচায়। এরপর এবার তাদের সুযোগ ছিল স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বসুন্ধরা কিংসে কাছে ফাইনালে হেরে সেই সুযোগ হাতছাড়া। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাদাকালো শিবিরের যে লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ চান্স ছিল সেটিও শেষ হয়ে যায় বসুন্ধরা কিংসের কাছে হেরে। তাই তাদের শেষ সুযোগ আজ বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপ ধরে রাখা। সাথে অন্তত একটি ট্রফি নিয়ে সিজন শেষ করা।
মোহামেডান কোচ আলফাজ জানান, বসুন্ধরা কিংস অবশ্যই বাংলাদেশের সেরা ক্লাব। কিন্তু মোহামেডান যে তাদের হারাতে পারে তা লিগেই প্রমাণ করেছি। তাই আজও তাদের হারাতে চাই। সাবেক এ স্ট্রাইকার যোগ করেন, গত বছর ফাইনালে আমরা ঢাকা আবাহনীকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবারের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। ফাইনালের প্রতিপক্ষের পার্থক্য এ দুটিই।
টানা পাঁচ লিগ শিরোপা জেতা বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপে টানা শিরোপা নেই। গত বছর তারা সেমিতে বিদায় নেয়, তা মোহামেডানের কাছে সেমিতে হেরে। প্রথম বছর তারা আবাহনীর কাছে ফাইনালে হারে। ২০২১ সালে দলটি এ আসরে খেলেনি কমলাপুর স্টেডিয়ামের টার্ফ অনুপযুক্ত থাকায়। এর আগে ২০১৯-২০, ২০২০-২১ তারা ফেডারেশন কাপ জয় করে। এসব পিছনে ফেলে আজ তাদের ট্রেবল জয়ের মিশন।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল