১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বসুন্ধরার ট্রেবল নাকি মোহামেডানের প্রথম

ফাইনালে মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে গতকাল ময়মনসিংহে অনুশীলনে বসুন্ধরা কিংসের ফুটবলাররা : বসুন্ধরা কিংস -

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে হারের তেতো স্বাদ দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সাথে তারা ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন দল। এ দুই শক্তিই আজ বসুন্ধরা কিংসের বিপক্ষে সাদাকালো শিবিরের বড় প্রেরণা মনে করছেন আলফাজ আহমেদ। এ আত্মবিশ্বাসই আজ ফের বসুন্ধরা কিংসের বিপক্ষে শক্তি জোগাচ্ছে তাদের জানালেন মোহামেডান কোচ। অন্য দিকে চলতি মৌসুমে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে অস্কার ব্রুজনের দল। তারা আজ মোহামেডানকে হারিয়েই চলতি মৌসুমের তিন নাম্বার বা শেষ ট্রফি জিততে চায়। জানান কোচ অস্কার ব্রুজন। ইতিমধ্যেই বসুন্ধরা কিংস জিতেছে এবারের স্বাধীনতা কাপ এবং লিগ শিরোপা। ফলে আজ এজিবি বসুন্ধরা ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন হলে সিজনে তিন ট্রফিই জেতা হতে তাদের। শেষপর্যন্ত রবসন রবিনহোরা ট্রেবল জিতবে নাকি মোহামেডান এ মৌসুমে প্রথম শিরোপার দেখা পাবে তা জানা যাবে বিকেল পাঁচটার পর। এর আগে বিকেল তিনটায় ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে শুরু হবে ফেডারেশন কাপের এ ফাইনাল।
মোহামেডান গত বছর ঢাকা আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে জিতেছিল ফেডারেশন কাপ, যা দলটির ১৪ বছরের শিরোপার খরা ঘুচায়। এরপর এবার তাদের সুযোগ ছিল স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বসুন্ধরা কিংসে কাছে ফাইনালে হেরে সেই সুযোগ হাতছাড়া। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাদাকালো শিবিরের যে লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ চান্স ছিল সেটিও শেষ হয়ে যায় বসুন্ধরা কিংসের কাছে হেরে। তাই তাদের শেষ সুযোগ আজ বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপ ধরে রাখা। সাথে অন্তত একটি ট্রফি নিয়ে সিজন শেষ করা।
মোহামেডান কোচ আলফাজ জানান, বসুন্ধরা কিংস অবশ্যই বাংলাদেশের সেরা ক্লাব। কিন্তু মোহামেডান যে তাদের হারাতে পারে তা লিগেই প্রমাণ করেছি। তাই আজও তাদের হারাতে চাই। সাবেক এ স্ট্রাইকার যোগ করেন, গত বছর ফাইনালে আমরা ঢাকা আবাহনীকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবারের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। ফাইনালের প্রতিপক্ষের পার্থক্য এ দুটিই।
টানা পাঁচ লিগ শিরোপা জেতা বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপে টানা শিরোপা নেই। গত বছর তারা সেমিতে বিদায় নেয়, তা মোহামেডানের কাছে সেমিতে হেরে। প্রথম বছর তারা আবাহনীর কাছে ফাইনালে হারে। ২০২১ সালে দলটি এ আসরে খেলেনি কমলাপুর স্টেডিয়ামের টার্ফ অনুপযুক্ত থাকায়। এর আগে ২০১৯-২০, ২০২০-২১ তারা ফেডারেশন কাপ জয় করে। এসব পিছনে ফেলে আজ তাদের ট্রেবল জয়ের মিশন।


আরো সংবাদ



premium cement
কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

সকল