১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিজের ছেলেকে বিদেশে পাঠানো

টেনিসে একই ঘটনার পুনরাবৃত্তি
-

গত বছরও হয়েছিল। এবারো হয়েছে। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার ক্ষমতাবলে সিলেকশন কমিটিকে হাত করে নিজের ছেলেমেয়েকে টিকিয়ে বিদেশে খেলতে পাঠিয়েছেন। গত বছর সংবাদ সম্মেলন করার সময় ফেডারেশনের গেটের সামনে মানববন্ধন করেছিলেন বাদ পড়া প্লেøয়ারদের অভিভাবকরা। তারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন সে জন্য নেয়া হয়েছিল কঠোর ব্যবস্থা। এবারো ২০-২৪ মে নেপালে হবে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা। সেখানে সুযোগ পেয়েছেন তিনজন করে ছেলে ও মেয়ে। যাদের মধ্যে রয়েছে সাধারণ সম্পাদকের ছেলেও। তবে এবার মানববন্ধনের মতো কোনো ঘটনা ঘটেনি।
গতকাল সংবাদ সম্মেলনে বাছাই প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিলেন দলের ক্যাপ্টেন ভারতীয় দেবপ্রিয় দাস ঋষি। যিনি এডুকেটর কোর্স করাচ্ছেন। তার কথায়, ‘বিগত এক বছর হাই পারফরম্যান্স কোর্স চলছিল অনূর্ধ্ব ১২, ১৪ ও ১৬ দের নিয়ে। অর্থাভাবে সেটি বন্ধ হয়ে যায়। পরে যে যার মতো করে অনুশীলন করে। তিন দিনের একটা বাছাই হয়। জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে ছেলেদের র‌্যাংকিং ক্রমানুসারে আটজন এবং মেয়েদের থেকে চারজন নেয়া হয়।’
তিনি যোগ করেন, ‘সিস্টেম মেনটেইন করে, বিভিন্ন প্যারামিটারের ওপর ডিপেন্ড করে, ম্যাচ থেকে জাজ করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ছেলেদের গ্রুপ থেকে জোবায়ের ইসলাম, মুহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম এবং মেয়েদের গ্রুপ থেকে জান্নাত হাওলাদার, মাসতুরা আফরিন ও সারাহ আল জসিমকে নির্বাচন করা হয়।’
নির্বাচিতদের মাঝে সারাহর আগে থাইল্যান্ড, ইউএসএ, ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর মুহাম্মদ হায়দার খেলেছেন কাজাখস্তান ও বুলগেরিয়ায়। বাকি চারজন প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাবেন। এখানে চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হতে পারলে টিকিট মিলবে মূল পর্বের। যেটি হবে কাজাখস্তানে। এর পরের ধাপটি জানা নেই ফেডারেশনের।
সাধারণ সম্পাদক জানালেন, ‘মূলত টেনিসের বাছাই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে। গত বছর আমরা যা করেছিলাম। বিশেষ করে গার্ডিয়ানদের আগ্রহ জন্মাতে হবে। তারা যদি শুধু এ প্লøাসের দিকে ঝোঁকে তাহলে তো হবে না। কিছু কিছু সময়ে বিসর্জন দিতে হবে। যারা লেগে থাকে তারাই সাকসেস হবে। প্রোডাক্টটিভ হলে টেনিসের উন্নতি হবে।’


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল