১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কততে নামবেন সাকিব

-


সময়ের হিসাবে আর মাত্র ১৫ দিন পর টি-২০ বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে। অথচ ব্যাটিং অর্ডার কেমন হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ দল। তবে কোচ ও অধিনায়কের ভাষ্য মতে, প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডার। সেই সাথে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিনে নামানোর বিষয়টি বিবেচনাধীন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-২০তে ছয়ে ব্যাট করছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। যদিও অতীতে টপঅর্ডারে তার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল।
পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক টি-২০তে ৪২ বার তিনে ব্যাটিং করেছেন সাকিব। যেখানে ২৯.৩২ গড়ে ১২৩.১৫ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ০৮৫ রান। চারে নেমে রান ও গড় কমলেও স্ট্রাইক রেট বেশি। সবমিলিয়ে ৪৪ ইনিংসে ২২.৫৬ গড়ে ও ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৮৮০ রান করেছিলেন। এ ছাড়া পাঁচে ব্যাট হাতে তার দ্যুতি বেশ কম। মাত্র ১৬.২৬ গড়ে ১১০.৭৫ স্ট্রাইক রেটে পেয়েছেন ৩০৯ রান। খুব বেশি ম্যাচে ছয় নম্বরে নামেননি। মাত্র ৯১ রানের বেশি না পেলেও গড় ছিল ৩০.৩৩, স্ট্রাইক রেট ১৩০।

কুড়ি ওভারের সংস্করণে ১২টি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব, যার ৭টিই তিনে নেমে হাঁকিয়েছেন। তবে গত কয়েক সিরিজে তার পছন্দের তিন নম্বরে ব্যাটিং করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও গত বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেছেন এই বাঁহাতি। টাইগার কোচ কোচ চণ্ডিকা হাথুরুসিংহের মতে, দলের কোনো ব্যাটারেরই বিশ্বকাপে ব্যাটিং পজিশন নির্ধারিত নয়। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। এটাই সাধারণ ক্রিকেট। কোথায় ব্যাট করেন এবং কতটা ভালো ব্যাট করেন, সেটাই আসল ব্যাপার। সাকিব তিনে ব্যাট করবেন কি না, এটা নির্ভর করছে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির ওপর। ওনার তিনে নামার বিষয়টা ঘটতে পারে।
অবশ্য প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন, বিশ্বকাপ তো পরীক্ষা-নিরীক্ষার জায়গা হতে পারে না। গত ওয়ানডে বিশ্বকাপে যা অনুকূলে ছিল না। সুতরাং বিশ্বকাপে আমাদের স্বাভাবিক অভ্যাসে আস্থা রাখলে ফল ভালো হতে পারে।


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল