১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়বার শিরোপা জিতবে : বোল্ট

-

প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতবে বলে প্রত্যাশা করছেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট। তার মতে, বিগ হিটাররা জ্বলে উঠতে পারলেই শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ।
অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলে ক্যারিবিয়রা ঘুড়ে দাঁড়াবে বলে বিশ্বাস আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্টের। ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতলেও পরের আসরগুলোতে আশানুরূপ সাফল্য পায়নি। ৩৪ হাজার আসন বিশিষ্ট নতুন নির্মিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের সময় আসন্ন বিশ্বকাপে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করার কথা জানান অলিম্পিকে ৮টি স্বর্ণ জয়ের স্বাদ নেয়া বোল্ট। তিনি বলেন, ‘আমি সব সময়ই আমার ঘরের দলের পক্ষে। এই দলে নিকোলাস পুরান, শিমরোন হেটমায়ার, রোভম্যান পাওয়েলের মত বিগ হিটার আছেন। বিশ্বকাপে এই বিগ হিটাররা জ্বলে উঠতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জিতবে।


আরো সংবাদ



premium cement