প্লে-অফ বাছাই খেলতে হবে বসুন্ধরাকে
- ক্রীড়া প্রতিবেদক
- ১৭ মে ২০২৪, ০০:০৫
নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এএফসির ক্লাব ফুটবল প্রতিযোগিতাকে। এতে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্লাবগুলোর জন্য। গতবার প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাক-বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। শারজাহ এফসির কাছে একটি ম্যাচে হারলেও পরে ফিরে আসে এএফসি কাপে। অথচ এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেরা ক্লাবটিকে খেলতে হচ্ছে নতুন ফরম্যাটের এএফসি চ্যালেঞ্জ লিগে। তাও এএফসি কাপের মতো সরাসরি গ্রুপ পর্বে নয়। খেলতে হবে প্রাক-বাছাই পর্বে। এছাড়া এএফসি কাপে গ্রুপ পর্ব এবং প্লে-অফ পর্ব মিলে বাংলাদেশের দুই ক্লাব খেলার সুযোগ পেত। এখন ¯্রফেই একটি দলের এএফসির ক্লাব ফুটবলে খেলার সুযোগ। তা এবারের লিগ চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংসই খেলার যোগ্যতা অর্জন করেছে। ফেডারেশন কাপজয়ী দলের আর কোনো কোটা নেই। জুলাই অথবা আগস্টে হবে সম্ভবত এএফসি চ্যালেঞ্জ লিগের এক ম্যাচের এই প্রাক-বাছাই। তবে এএফসি কাপের মতো এবার আর বাংলাদেশী ক্লাবের গ্রুপে ভারতের ক্লাব নেই। ভারতীয় ক্লাবরা যোগ্যতা অর্জন করেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলার। উল্লেখ্য এশিয়ার শীর্ষ ক্লাবগুলো খেলতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পর্বে। গতকাল এএফসির সভায় এই সিদ্ধান্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা