০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বিশ্বকাপ দল ঘোষণা হলেই বিতর্ক

-

দেশবাসীকে ভালো প্রত্যাশার কথা শুনিয়ে গতরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে যাওয়ার আগে নির্বাচক কমিটির কারণে চলছে বিতর্ক। আর তা হলো ইনফর্ম পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে বাদ দেয়া নিয়ে। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতে খেলে ৮ উইকেট নেয়া সাইফউদ্দিনকে বাদ দিয়ে দলে নেয়া হয় দুই ম্যাচে মাত্র ১ উইকেট নেয়া তানজিম হাসান সাকিবকে। গত পরশু থেকে চলছে এই বাদ পড়া নিয়ে বিতর্ক।
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে বিতর্ক নতুন নয়। ১৯৯৯ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলে বাংলাদেশ। সেবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের সময় বড় বিতর্কের জন্ম হয় তারকা ব্যাটার মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেয়ায়। এরপর অবশ্য বিসিবির অন্য শীর্ষ কর্মকর্তাদের বিদ্রোহ সুর নরম করতে বাধ্য করে তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হককে। শেষ পর্যন্ত উইকেটরক্ষক ব্যাটার জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে নান্নুতে ইংল্যান্ড নেয়া হয়। সান্ত্বনা হিসেবে জাহাঙ্গীরকে দলের সাথে নেয়া হয় স্রেফই দর্শকি হিসেবে। কোনো ম্যাচে খেলার অনুমতি ছিল না জাহাঙ্গীরের। তখন নান্নু বিশ্বকাপে খেলতে পারবে না এই নিয়ে কত যুক্তিই না দাঁড় করান আশরাফুল। শেষ পর্যন্ত কোনোটিই ধোপে টিকেনি। সেই বিশ্বকাপে দুই ফিফটি করে পাল্টা জবাব দেন নান্নু।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময়ও বিতর্কের সৃস্টি তামিম ইকবালকে বাদ দেয়ায়। কোচ হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানের হস্তক্ষেপেই বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। তামিমের বাদ পড়াটা ছিল টক অব দ্য কান্টি। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত। যদিও তামিমের আর খেলা হয়নি বিশ্বকাপে।
১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপে ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লাকে বাদ দেওয়া নিয়েও ছিলো বিতর্ক। দুর্দান্ত ফর্মে থাকা সত্বেও প্রথমে স্লো ব্যাটিং ও পরে অল রাউন্ডার নেওয়ার ভিত্তিতে বাদ দেওয়া হয় তাকে। শেষে ২০০৭ বিশ্বকাপে খেলেন তিনি।
বাংলাদেশের অভিষেক টেস্টে হাবিবুল বাশার সুমনকে বাদ দেয়া নিয়েও সৃষ্টি হয় তুমুল বিতের্কর। পূর্ণ ফর্মে থাকা এই ব্যাটারকে বাদ দেন তখনকার তানভীর হায়দারদের নির্বাচক প্যানেল। পরে অবশ্য মিডিয়ায় ব্যাপক সমালোচনার পর টেস্ট দলে ডাক পান সুমন। এরপর অভিষেকে ফিফটি করে জবাব দেন বর্তমানে মহিলা দলের প্রধান নির্বাচক।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল