১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অলিম্পিকে যাচ্ছেন ইমরানুর, সোনিয়া ও রাফি

-

জুলাই-আগস্টে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য ছয়টি ওয়াইল্ড কার্ড চেয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এখন পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে কোনো জবাব আসেনি। তবে এই ৬ ওয়াইল্ড কার্ডের বাইরে তিন ক্রীড়াবিদের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে তা। এরা হলেন অ্যাথলেট ইমরানুর রহমান, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। ইমরান ১০০ মিটারে দৌড়াবেন। রাফি ১০০ মিটার ফ্রি-স্টাইল এবং সোনিয়া ৫০ মিটার ফ্রি- স্টাইলে সাঁতরাতে পুলে নামবেন। অন্য দিকে ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় গলফার সিদ্দিকুর রহমান, জামাল হোসেন, শুটার রবিউল ইসলাম, শায়রা আরেফিন, আরচার হাকিম আহমেদ রুবেল ও বক্সার সেলিম হোসেন। এর বাইরে আরচারী যদি কোয়ালিফাই করতে পারে তাহলে সেটা হবে বিশেষ অর্জন। যেমনটা টোকিও অলিম্পিকে করেছিলেন রোমান সানা সুজন। এরপর দিয়া সিদ্দিকীও টোকিও অলিম্পিকে অংশ নেন।


আরো সংবাদ



premium cement