১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমরাই তাদের পরিচর্যা করেছি : নান্নু

-

দলে খুব বেশি চমক না থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়া অনেককেই অবাক করেছে। এ ছাড়া গত এক দেড় বছর যাবৎ নিয়মিত পারফরম্যান্স করা ক্রিকেটাররাই বিশ্বকাপ দলে আছেন। বিশ্বকাপ দল নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ‘এখন যারা যাচ্ছে এরাই কিন্তু গত দেড় বছর ধরে খেলছে, এদের আমরা নার্সিং করছিলাম। এরা খেলার মধ্যে ছিল- অভিজ্ঞতা যথেষ্ট ভালো-সামর্থ্য আছে ভালো খেলার। যে ১৫ জনকে নিয়েছে, এরা দেশের জন্য সম্মানজনক কিছু বয়ে আনবে বলে বিশ্বাস।’
ওয়ানডেতে বাংলাদেশ তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশ্বদরবারে। তবে টি-২০তে এখনো পায়ের তলায় মাটি খুঁজে পাননি টাইগাররা। বিশ্বকাপেও বড় কোনো সাফল্য নেই। যে ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন তাদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই নির্বাচক। ‘টি-২০ ফরম্যাটে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। ওরা কিন্তু ভালো পারফরম্যান্স করে একটা জায়গায় এসেছে। এই দলটাই কিন্তু নিয়মিত খেলছে। আমরা একটা পুল করেছিলাম ২৭-২৮ জনের। ওখান থেকেই কিন্তু এখন বেশির ভাগ ক্রিকেটার খেলছে।’
একজন পরিপূর্ণ লেগ স্পিনারের জন্য বাংলাদেশ দলের হাহাকার অনেক পুরনো। জুবায়ের হোসেন লিখন, তানভির হায়দার থেকে শুরু করে আমিনুল ইসলাম বিপ্লব শূন্যতা পূরণে ব্যর্থ হয়েছেন। সেই সময় নান্নু-হাবিবুল বাশারদের নির্বাচক প্যানেলের পরিচর্যায় উঠে এসেছেন রিশাদ হোসেন। তিনিই জাতীয় দলের লেগ স্পিনারের চাহিদা মেটাচ্ছেন এখন। নান্নুর কথায়, ‘রিশাদকে নিয়ে আমরা যথেষ্ট স্ট্রাগল করেছি। গত এক বছর কিন্তু ডমেস্টিক ক্রিকেট বলেন...লোকাল কোচদের সাথে আমাদের ফাইট করতে হয়েছে। একটা লেগ স্পিনার দলে রাখা নিয়ে হাথুরুসিংহেও আমাদের যথেষ্ট সমর্থন করেছে। সে হিসেবে চাচ্ছিলাম ওকে যেন সবসময় একটা প্রক্রিয়ার মধ্যে দলের সাথে রাখে।’


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল