১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপে কে হচ্ছেন তানজিদের সাথী

আজ দল ঘোষণা
-

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ পর বিসিবিও জানিয়েছিল সোমবার ঘোষণা হবে বিশ্বকাপ দল। তবে অপেক্ষা বাড়ল আরো এক দিনের। আজ মঙ্গলবার ঘোষণা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। বেলা ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করবে বিসিবি। গত কয়েক ম্যাচের পর্যালোচনায় দেখা গেছে ওপেনিং জুটি নড়বড়ে। চাপ পড়েছে মিডল অর্ডারে। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ জিতলেও ভক্তদের কিংবা নির্বাচকদের মন ভরাতে পারেনি ব্যাটিং গ্রুপ। কয়েকজনকে ঘুরে ফিরে ওপেনিংয়ে খেলালেও একমাত্র তানজিদ হোসেন তামিম ছাড়া কেউ মন ভরাতে পারেননি। তাতে দল ঘোষণার আগে প্রশ্নটি উঠছে, কে হবে তানজিদের সাথী।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ওপেনার লিটন কুমার দাস। অভিষেকের পর থেকে ব্যাট হাতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে ইদানীং দুঃসময়ের ঘোর থেকে কিছুতেই বের হতে পারছেন না। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে সিরিজে সুযোগ পাওয়া প্রথম তিন ম্যাচে লিটন দাসের রান যথাক্রমে ১, ২৩ ও ১২। টানা অফ ফর্মে থাকা এই ওপেনার এমন পারফরম্যান্সের কারণে পরের দুই ম্যাচের একাদশেই ছিলেন না। তার জায়গায় তানজিদ হাসান তামিমের সাথে ইনিংস ওপেন করেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। লিটনের এমন বাজে ফর্মের কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপে একাদশ থেকে লিটন বাদ পড়েছেন কি না, এমন প্রশ্ন উঠেছে। দলে তার জায়গা নিয়েও চলছে নানা গুঞ্জন। যার সুরাহা হতে পারে আজ।

অবশ্য সিরিজের শেষ ম্যাচের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আমাদের টপ অর্ডারে ভালো ব্যাটিং করার সামর্থ্য আছে। এই সিরিজে সব কিছু ট্রাই করেছি। এটা পরিকল্পনাই ছিল লিটনকে দু’টি ম্যাচ বিরতি দিয়ে সৌম্যকে সুযোগ দেয়া। তিনজনেরই একাদশে থাকার সুযোগ আছে, প্রতিপক্ষ বিবেচনা করে বেছে নেবো। আমরা প্রতিটি ম্যাচেই সিরিয়াস ছিলাম। কোনো ম্যাচ হারতে চাই না। আমাদের টপ অর্ডার ভালো শুরু করলে, দল ভালো অবস্থায় থাকবে। ছন্দ সবসময় গুরুত্বপূর্ণ। আশা করি বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পাবে তারা।’
ব্যাটারদের স্ট্রাইক রেট প্রসঙ্গে শান্তর বক্তব্য, ‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। এই জিনিসটাতে সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর... তারপর দেখবেন ব্যাটাররা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে।’
অধিনায়ক শান্তর এমন বক্তব্যের পর ক্রীড়াঙ্গনে একটা গুঞ্জন উঠেছে যে, এবারের বিশ্বকাপে লিটন হয়তো ধারাবাহিক হবেন না। সংশ্লিষ্টদের ধারণা, কিছু ম্যাচে লিটনকে খেলানো হতে পারে, আবার কিছু ম্যাচে সৌম্যকে দিয়ে ট্রাই করা হতে পারে। আর লিটন-সৌম্যের অন্য প্রান্তের প্রশ্ন উঠলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে সেখানে তানজিদ তামিমই থাকছেন। কারণ সম্প্রতি সময়ে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে উড়ন্ত সূচনাও করেছিলেন তিনি। স্ট্রাইক রেটও ছিল ১৪০ এর আশপাশে। আর এমন পারফরম্যান্সের কারণেই সংশ্লিষ্টরা মনে করছেন তানজিদ ওপেনিংয়ে ফিক্সড। তার সাথে প্রতিপক্ষ বিবেচনায় লিটন বা সৌম্যকে খেলানো হতে পারে।

তাসকিন আহমেদের চোট এবং আরো দু-একজন খেলোয়াড়কে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় বাংলাদেশের বিশ্বকাপ দল পেতে অপেক্ষা এক দিন বেড়েছে। গত ২৯ এপ্রিল সবার আগে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মোট ১৮টি দেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। বাকি রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। যার সমাপ্তি হবে আজ।
বাংলাদেশের সম্ভাব্য দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন/তানভীর ইসলাম, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।


আরো সংবাদ



premium cement