তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা বসুন্ধরার
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ মে ২০২৪, ০০:০৫
বসুন্ধরা ২-১ মোহামেডান
দরিয়েলতন (২) রাকিব
ঘরের মাঠে মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে সেটাই বসুন্ধরার একমাত্র হার। মোহামেডানের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের উৎসব করল তারা। ১-২ গোলের হারে লিগের ১৫তম ম্যাচে এসে থামল মোহামেডানের অপরাজেয় যাত্রা। ২০১৮-১৯ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে টানা পঞ্চমবার লিগ শিরোপা জিতে আবাহনীর সাথে ব্যবধান কমিয়ে এনেছে তারা। ছয় শিরোপা জিতে সর্বোচ্চ লিগ জয়ের রেকর্ড এখনো আবাহনীর দখলে। এই মৌসুমে বসুন্ধরার ট্রেবল জয়ের সুযোগও আছে। স্বাধীনতা কাপের পর তাদের শোকেসে এখন প্রিমিয়ার লিগের শিরোপা। ফেডারেশন কাপেও তারা সেমিফাইনালে। ফেডারেশন কাপের শিরোপা জিতলে ট্রেবল নিশ্চিত হয়ে যাবে।
কিংস ১৪ ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকল। তাদের ধারেকাছে কেউ নেই। মোহামেডান সমান ম্যাচে প্রথম হারে আগের ২৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে অবস্থানে। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঐতিহ্যবাহী আবাহনী। দিনের অন্য দু’টি ম্যাচে ব্রাদার্স ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির সাথে। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালও জিততে পারেনি, ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা। প্রথম বাঁশি থেকে দাপটের পুরস্কার ১৮ মিনিটে পেয়ে যায় তারা। মোহামেডানের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে খুব সহজেই নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করেন মোরসালিন ও রবসন। বক্সের ভেতর রবসনের পাস ধরে ডান পায়ের সহজ ফিনিশে বসুন্ধরাকে ম্যাচে প্রথম এগিয়ে দেন দরিয়েলতন (১-০)। বিরতির আগে গোলের আরো সুযোগ এলেও ব্যবধান বাড়াতে পারেনি বসুন্ধরা। সমতায় ফেরার সুযোগ লুফে নিতে পারেনি মোহামেডানও।
তবে বিরতির পর আর হেলায় সুযোগ হারায়নি বসুন্ধরা। ৫২ মিনিটে মোরসালিনের দারুণ এক কর্নার থেকে জোরালো হেডের মাধ্যমে বসুন্ধরার লিড দ্বিগুণ করেন সেই দরিয়েলতন (২-০)। চলতি মৌসুমে প্রত্যাবর্তনের গল্প লিখে বেশকিছু ম্যাচ জিতলেও বসুন্ধরাকে দুই গোল দিয়ে কামব্যাক করলেন।
৬০ মিনিটে রবিনিয়োর ফ্রি কিক সুজন হোসেন ডান দিকে ঘেঁষে ফিস্ট করে ফেরান। ঠিক এরপরই মোহামেডান জ্বলে ওঠে। ১৫ মিনিটের মতো ঝড় বইয়ে দেয়।
৬৬ মিনিটে দুই সতীর্থে ওয়ান-টু পাস খেলে দারুণ প্লেসিং শটে মোহামেডানের মিনহাজ রাকিব ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ু নিয়ন্ত্রণে রেখে স্কোরলাইন ২-১ এই আটকে রাখে বসুন্ধরা। নির্ধারিত ও যোগ করা সময় বেশ কয়েকটি দুর্দান্ত সেভে বসুন্ধরার জয়ে বড় অবদান রাখেন দলটির গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা