১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাজিল স্কোয়াডে এন্ড্রিক, নেই নেইমার

-

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ল্যাটিন অঞ্চলের সেরার লড়াইকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। চোটে পড়া ব্রাজিলের সেরা তারকা নেইমার নেই স্কোয়াডে। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ দিন ধরেই নেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের এই ফরোয়ার্ড। অথচ সেলেকাওদের হয়ে সর্বোচ্চ গোলদাতা (১২৯ ম্যাচে ৭৯ গোল) নেইমারই। অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমেরো। দলে নেই টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচার্লিসন ও আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস। দরিভাল জুনিয়রের এই দলের বড় চমক ১৭ বছর বয়সী এন্ড্রিক।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্রাজিল সর্বশেষ শিরোপা জিতেছে পাঁচ বছর আগে। আর ২০২১ সালের কোপায় ব্রাজিলের ‘হোম অব ফুটবল’ মারাকানা থেকে ট্রফি নিয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগ গুছিয়ে নেয়ার চেষ্টা করছে ব্রাজিল। দলে আছেন ভিনিসিয়াস, রদ্রিগোর মতো দুই উইঙ্গার। উঠে আসছেন এন্ড্রিক ও ভিতর রকির মতো সম্ভাবনাময় দুই আক্রমণভাগের খেলোয়াড়। জাতীয় দলে দু’জনেরই অভিষেক হয়ে গেছে। রকি কোপার দলে জায়গা হয়নি। দরিভালের বর্তমান দলে ভিনি, রদ্রিগো ছাড়াও আছেন রাফিনহা, এন্ড্রিক, লুকাস পাকুইতা। ভিনিসিয়াস-রদ্রিগো দারুণ পারফর্ম করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন। চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হয়ে দাঁড়িয়েছেন ভিনি।
কোপা আমেরিকা শুরুর আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে আগামী ৮ জুন ও চার দিন পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ কোস্টারিকার বিপক্ষে ২৪ জুন।
ব্রাজিল স্কোয়াড : গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডেরসন, বেন্টো; ডিফেন্ডার- দানিলো, ইয়ান কৌতো, গুইলহার্মে অ্যারানা, ওয়েন্ডেল, বেরালদো, মারকুইনহাস, গ্যাব্রিয়েল মাগালহাস, মিলিতাও; মিডফিল্ডার- আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, জোয়াও গোমেস, লুকাস পাকুইতা; ফরোয়ার্ড- এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইভানিলসন, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।
এ দিকে কোপা আমেরিকার জন্য গত পরশু ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন মেক্সিকোর কোচ খাইমে লোসানো। ঘোষিত দলে নেই পাঁচ বিশ্বকাপে খেলা অভিজ্ঞ গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। মেক্সিকোর হয়ে দেড় শতাধিক ম্যাচ খেলা কিংবদন্তি এই গোলরক্ষকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলেই ধরে নেয়া যায় এখন। দলকে নতুনভাবে গড়ে তুলতে চান মেক্সিকোর কোচ। সেই পরিকল্পনায় বাদ পড়লেন অভিজ্ঞ এই গোলরক্ষক।
কোপা আমেরিকায় এবার ‘বি’ গ্রুপে ইকুয়েডর, ভেনিজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে খেলবে মেক্সিকো। এর আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ৩১ মে বলিভিয়া, ৫ জুন উরুগুয়ে ও ৮ জুন ব্রাজিলের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল