১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুশতাকের টোটকা নিলেন তরুণ লেগিরা

-

কয়েকদিন আগে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে আসা মুশতাক আহমেদ তালিম দিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে আনা ১৬ লেগ স্পিনারকে।
গতকাল জাতীয় দলের অনুশীলন ছিল না। ফাঁকা দিনে সময়টুকু বিসিবির উঠতি লেগ স্পিনারদের সাথে কাটিয়েছেন পাকিস্তানের একসময়ের তারকা লেগ স্পিনার মুশতাক। ‘তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। পরিশ্রম করো, হৃদয় থেকে পরিশ্রম করো...’ ইত্যাদি বলে তরুণদের বিভিন্ন রকম দিকনির্দেশনা দেন। পরে তাদের স্কিলও পরখ করেন মুশতাক। কয়েকজনকে তাদের লাইন-লেংথে উন্নতির পরামর্শ দিতেও দেখা যায় বিসিবির পাঠানো ভিডিওতে। লেগ স্পিনাররাও উৎসাহী হয়ে তার কথা শুনছিলেন।
প্রায় এক বছর ধরে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মাহমুদ পুরো বাংলাদেশ ঘুরে ৮০ জন লেগ স্পিনার সংগ্রহ করেন। তাদের মধ্যে থেকে ২০ জনকে চুড়ান্ত করা হয়। বিভিন্ন বয়সভিত্তিক প্রোগ্রাম ও ১০-১২ জনকে ফাস্ট ট্র্যাক প্রোগ্রামে রাখা হবে। চলতি মাসের শেষদিকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে সারা দেশ থেকে খুঁজে আনা এ লেগ স্পিনারদের নিয়ে।


আরো সংবাদ



premium cement