১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন তামিম ইকবাল!

-

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের হয়ে খেলছেন না তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে একটি ম্যাচে ব্যাটিং করলেও চোট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হুট করেই ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও দেশের বাইরে সিরিজ খেললেও কোনোটিতেই ছিলেন না তামিম। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাংলাদেশের সাবেক অধিনায়ক ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। এর পর থেকে প্রশ্নটা আরো বেশি উঠতে থাকে কবে আন্তর্জাতিক ক্রিকেটে কি ফিরবেন তামিম? বিপিএলের ফাইনালের দিনে বাঁহাতি এই ওপেনার জানিয়েছিলেন, বাংলাদেশ দলে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে।
বিপিএলের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজকে নিজের ভাবনার কথা জানিয়েছেন তামিম। সেই সময় খবর বেরিয়েছিল এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না তিনি। ক’দিন আগে নাজমুল হোসেন শান্তর সাথে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন তিনি। তামিম জানিয়েছিলেন, বাংলাদেশের অধিনায়কের সাথে দারুণ একটি আলোচনা হয়েছে। শান্তর সঙ্গে কথা বলার কয়েক দিন পর নাজমুল হাসান পাপন জানালেন, তিনিও শুনেছেন এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তামিম।
সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন তার সাথে কথা বলবেন তামিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে। তিনি যোগ করেন, সর্বশেষ আমার সাথে যতটুকু কথা হয়েছিল, সে (তামিম) প্রথমে জালাল ইউনুস অপারেশনস সাইড এবং আমাদের সিরাজ ভাইয়ের সাথে বসবে। তারপরে আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে। এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।


আরো সংবাদ



premium cement
ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন

সকল