১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন তামিম ইকবাল!

-

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের হয়ে খেলছেন না তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে একটি ম্যাচে ব্যাটিং করলেও চোট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হুট করেই ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও দেশের বাইরে সিরিজ খেললেও কোনোটিতেই ছিলেন না তামিম। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাংলাদেশের সাবেক অধিনায়ক ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। এর পর থেকে প্রশ্নটা আরো বেশি উঠতে থাকে কবে আন্তর্জাতিক ক্রিকেটে কি ফিরবেন তামিম? বিপিএলের ফাইনালের দিনে বাঁহাতি এই ওপেনার জানিয়েছিলেন, বাংলাদেশ দলে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে।
বিপিএলের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজকে নিজের ভাবনার কথা জানিয়েছেন তামিম। সেই সময় খবর বেরিয়েছিল এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না তিনি। ক’দিন আগে নাজমুল হোসেন শান্তর সাথে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন তিনি। তামিম জানিয়েছিলেন, বাংলাদেশের অধিনায়কের সাথে দারুণ একটি আলোচনা হয়েছে। শান্তর সঙ্গে কথা বলার কয়েক দিন পর নাজমুল হাসান পাপন জানালেন, তিনিও শুনেছেন এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তামিম।
সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন তার সাথে কথা বলবেন তামিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে। তিনি যোগ করেন, সর্বশেষ আমার সাথে যতটুকু কথা হয়েছিল, সে (তামিম) প্রথমে জালাল ইউনুস অপারেশনস সাইড এবং আমাদের সিরাজ ভাইয়ের সাথে বসবে। তারপরে আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে। এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত শেখ হাসিনা চেয়েছিলেন একক কর্তৃত্ব কায়েম করতে : গোলাম পরওয়ার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে

সকল