১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুলের গোলে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

-

স্প্যানিশ লা লিগায় প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়ে উপলক্ষটা গোলের মাধ্যমে রাঙালেন আর্দা গুলের। তুরস্কের মেসি খ্যাত এই তুর্কি তরুণ মিডফিল্ডারের গোলে গত পরশু রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কার্লো অ্যানচেলোত্তির দল। ৩৩ ম্যাচ শেষে লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ৮৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০। লিগে ভিনিসিয়াস-বেলিংহ্যামদের বাকি রয়েছে আর মাত্র পাঁচটি ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যে আর মাত্র ৪ পয়েন্ট পেলেন লিগ শিরোপা উদযাপনে মাতবে মাদ্রিদের দলটি। কাল অপর ম্যাচে লাসপালমাসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিরোনা।
আর এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বাড়তি অনুপ্রেরণা পাবে মাদ্রিদের ফুটবলাররা।
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ৩-২ গোলে হারানো ম্যাচ থেকে সোসিয়েদাদের বিপক্ষে ৯টি পরিবর্তন আনেন অ্যানচেলোত্তি। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামকে রাখেন বেঞ্চে।
নিয়মিতদের বেশির ভাগকে ছাড়া শুরুতে অনেকটা খোলসে বন্দী ছিল রিয়াল। প্রথম ২০ মিনিটে তাদের পায়ে বল ছিল মাত্র ৩৫ শতাংশ।
ম্যাচের ২৯ মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় রিয়াল। আর তাতেই এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল বক্সের ডান দিকে পেয়ে প্রথম স্পর্শে ভেতরে পাস দেন দানি কারভাহাল। ছুটে গিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান গুলের। দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের রিয়ালের জার্সিতে আট ম্যাচে দ্বিতীয় গোল এটি।
নিজেদের মাঠে গোল হজম করার ৪ মিনিট পর রিয়ালের জালে বল পাঠিয়েছিল সোসিয়েদাদ। জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন জাপানের মিডফিল্ডার তাকেফুসা কুবো। তবে আক্রমণের শুরুতে সোসিয়েদাদের আন্দের বারেনেক্সিয়া বক্সের বাইরে অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করায় মনিটরে রিপ্লে দেখে গোল বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি সুযোগ তৈরি করে সোসিয়েদাদ। তবে বেনাত তুরিয়েন্তের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক কেপা আরিসাবালাগা। শেষ পর্যন্ত আর কোনো দল জালের ঠিকানা না পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফেরে রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে সোসিয়েদাদ।


আরো সংবাদ



premium cement

সকল