০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রিজওয়ানের দ্রুততম তিন হাজার

-

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের টি-২০ ক্যারিয়ারের শুরুটা ছিল নড়বড়ে। প্রথম ১৭ ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ৩৩। তবে ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে সুযোগ পেয়ে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। সেই থেকে শুরু, এর পর থেকে বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটার রিজওয়ান। এতটাই ধারাবাহিক যে, বিরাট কোহলি ও বাবর আজমকে টপকে টি-২০তে দ্রুততম ৩০০০ রান করার রেকর্ড গড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই তিনি রাওয়ালপিন্ডিতে এই মাইলফলক ছুঁয়েছেন।
রিজওয়ানের রেকর্ডের দিনে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.১ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায়। চার বছর পর দলে ফিরে এদিন বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আমির। ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। শাহিন শাহ আফ্রিদিও নেন ১৩ রানে তিনটি উইকেট নিয়ে হন ম্যাচসেরা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি ভেসেছিল বৃষ্টিতে। দ্বিতীয় টি-২০তে গত পরশু ৩০০০ থেকে ১৯ রান কম নিয়ে মাঠে নেমেছিলেন রিজওয়ান। এরপর রান তাড়ায় ৩৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ৭৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন রিজওয়ান।
এত দিন রেকর্ডটি ছিল যৌথভাবে বাবর ও বিরাট কোহলির। ৩০০০ রান করতে এই দুজনের লেগেছিল ৮১ ইনিংস। বাবরের পর পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিন হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন রিজওয়ান। ৩০০০ রানের মাইফলফলক ছুঁয়েছেন টি-২০তে রিজওয়ান, কোহলি ও বাবর ছাড়া আরো পাঁচজন। তারা হলেন- অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের রোহিত শর্মা ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল