১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবির ৭ কর্মকর্তা

-

অস্ট্রেলিয়া ভ্রমণে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাত কর্মকর্তা। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ক্রিকেট পার্টনারশিপের আওতায় এই ভ্রমণে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের ক্রিকেট কাঠামো পরিদর্শন করবেন বিসিবির কর্মকর্তারা।
অস্ট্রেলিয়া ভ্রমণের বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি, সব চূড়ান্ত হবে শিগগিরই।’
অস্ট্রেলিয়াগামী এই দলে সাতজন কর্মকর্তা থাকবেন। বিসিবির গ্রাউন্ডস, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট, অর্থ এবং মার্কেটিং-কমার্শিয়াল বিভাগ থেকে প্রতিনিধিদের নিয়ে দলটি গঠন করা হবে। তবে কারা কারা থাকছেন এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। এই ভ্রমণের বেশির ভাগ খরচ বহন করবে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন। এরমধ্যে অন্তর্ভুক্ত সাত সদস্যের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান ভাড়া, হোটেল ও যাতায়াত খরচ। বিসিবি শুধু কর্মকর্তাদের দৈনিক ভাতা বহন করবে। এ ছাড়া নির্ধারিত সাত সদস্যের বাইরে বাড়তি কেউ থাকলে তার সম্পূর্ণ খরচ বহন করবে বোর্ড। তবে প্রোগ্রামের কার্যক্রম নিয়ে জানতে চাইলে সুজন বলেন, ‘আমাদের কাজ চলছে। সব কিছু চূড়ান্তের পর্যায়ে। সব ঠিক হলে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো।’
২০২২ সালে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে পূর্তি উদ্থযাপন হয়। ২০২৩ সালে বিসিবির সাথে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ ক্রিকেট পার্টনারশিপ’ চুক্তিতে যায়। সেই আওতায় রয়েছে, অবকাঠামো ও সুযোগ সুবিধা উন্নয়ন কার্যক্রম, এডুকেশন প্রোগ্রাম, প্লেয়ার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্লেয়ার্স ইনজুরি ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট-বিষয়ক সংক্ষিপ্ত কোর্স।


আরো সংবাদ



premium cement