১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হেরে সন্দেহের তীর খেলোয়াড়দের দিকে

-

হকি প্রিমিয়ার লিগের জন্য কাগজে-কলমে-টাকা-পয়সায় যোগ্য দল গড়েছে আবাহনী। কথিত আছে তারা যে টাকায় দল গড়েছে তা আরো পাঁচ ক্লাব মিলেও পারেনি। প্রিমিয়ারের গ্রুপ পর্বের প্রথম ৯ ম্যাচ সেটিই প্রমাণ করে। এরপরই হোঁচট। চোরাবালিতে আটকে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। নিজেদের মাঝেই তৈরি হয়েছে জটিলতা। কর্মকর্তাদের ইশারা খেলোয়াড়দের দিকে।
ক্লাব কাপের ফাইনালে মেরিনার্সকে হারাতে পারেনি আবাহনী। প্রিমিয়ারে প্রথম পর্বেও পারেনি। গতকাল সুপার সিক্সেও মেরিনার্সের বিপক্ষে জয়ের দেখা মেলেনি তাদের। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আকাশি নীলদের ২-১ গোলের আবারো হারিয়েছে মেরিনার্স। চলতি মৌসুমে ঝিল পাড়ার ক্লাবটির কাছে টানা তৃতীয় হার দেখল আবাহনী। ক্লাব কাপের ফাইনালে ২-০ গোলে ও প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ২-১ গোলে এবং সুপার লিগেও একই ব্যবধানে হারল ধানমন্ডির দলটি। এই হারে লিগ শিরোপা জয় কঠিন হয়ে গেল আবাহনীর। অন্যদিকে সুপার সিক্সে টানা দুই ম্যাচ জিতে লিগ জমিয়ে তুলেছে মেরিনার্স। তবে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।
সবদিক থেকে এগিয়ে থাকা আবাহনীর এমন দশায় তীক্ষè দৃষ্টি খেলোয়াড়দের দিকে। সরাসরি কারো নাম উল্লেখ না করলেও আবাহনী কর্মকর্তা জাকি আহমেদ রিপন এমন আভাসই দিলেন। ‘সবার সব চাহিদা পূরণ করার পরও কেন এমন হবে। মেরিনার্সের বিপক্ষে একই ব্যবধানে হার ভিন্ন কিছুরই বার্তা দেয়। মনে হচ্ছে খেলোয়াড়রা ঠিকমতো এফোর্ট দিতে পারছে না।’
গতকাল মেরিনার্সের হয়ে সোহানুর রহমান সবুজ, ফজলে হোসেন রাব্বি গোল করেন। আবাহনীর ভারতীয় শিশে জাওয়াদ একটি গোল শোধ দেন। ম্যাচ শেষে বিমর্ষ আবাহনীর ভারতীয় কোচ সিদ্ধার্থ ময়ূর পান্ডে গোল মিসকেই দায়ী করলেন, ‘আমরা ভালো ভালো সুযোগ কাজে লাগাতে পারিনি। সহজ সুযোগ নষ্ট করলে জেতা যায় না। এ ম্যাচে হারের জন্য খেলোয়াড়েরা শুধু নিজেদেরই দায়ী করতে পারে।’
ঊষার কষ্টার্জিত জয়
এদিকে দিনের আরেক ম্যাচে কষ্টের জয় তুলে কোনোরকম জান বাঁচিয়েছে ঊষা ক্রীড়া চক্র। অ্যাজাক্স এসসি জাসমান মুন্ডার গোলে ৪৬ মিনিট পর্যন্ত এগিয়েছিল ১-০ গোলে। কিন্তু ৪৬ ও ৫৯ মিনিটে ভারতীয় ইশরাত ইকতিদার জোড়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঊষা। এই জয়ে ২৮ পয়েন্ট ঊষার।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল