১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিফা থেকে সাবিনাদের বেতন

-

ঈদুল ফিতরে নারী ফুটবলারদের বেতন-বোনাস পরিশোধ না করেই ছুটিতে পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ছাড়া বেতনও কিছুটা অনিয়মিত। চলতি বছর সবশেষ ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন সাবিনা-মারিয়ারা। সেই হিসাবে বাকি পড়েছে এক মাসের বেতন। এ ছাড়া নারী ফুটবলারদের বেতন জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয় বাফুফেকে। তবে এখন থেকে সেই ঝামেলা থেকে মুক্ত বাফুফে। থাকবে না বেতন বকেয়ার শঙ্কা। নারী ফুটবলারদের বেতনের দায়িত্ব নিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাদের দেয়া বার্ষিক অনুদান থেকে নারী ফুটবলারদের বেতন দিতে পারবে বাফুফে। আর আগে দেয়া যেত না। এ প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, মেয়েদের বেতন চেয়ে ফিফাকে অনুরোধ করে চিঠি দেয়া হয়েছিল। ফিফা বলেছে, তারা বাফুফেকে যে অনুদান দেয়, সেখান থেকে মেয়েদের বেতন দেয়া যাবে।
গত বছর ১৬ আগস্ট শীর্ষ পর্যায়ের ৩১ ফুটবলারের বেতন বাড়িয়ে চুক্তি করে বাফুফে। সেপ্টেম্বর থেকে কার্যকর হয় ছয় মাসের চুক্তি। গত মাসে শেষ হয় সেই চুক্তি।
নতুন চুক্তিতে যুক্ত হতে পারেন ৩৪-৩৫ জন। তবে বাড়ার সম্ভাবনা নেই। আগের চুক্তি অনুযায়ী ৫০ হাজার টাকা করে পেতেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ জন ফুটবলার। ৩০ হাজার করে পেতেন ১০ জন। আর চারজন ২০ হাজার ও দুইজন পেতেন ১৮ হাজার করেন। সব মিলিয়ে বেতনের অঙ্ক মাসে ১১ লাখ টাকার কিছু বেশি।


আরো সংবাদ



premium cement

সকল