১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেসিকে পেয়েও জয়বঞ্চিত মিয়ামি

-

চোট কাটিয়ে ফিরেই দারুণ এক গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গোল করার পাশাপাশি অবদান রাখলেন আরেকটি গোলেও। তারপরও জয় পেল না ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) গতকাল বাংলাদেশ সময় সকালে কলোরাডো র‌্যাপিডসের সাথে ২-২ গোলে ড্র করে মেসির মিয়ামি।
নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি মাঠে নামতেই গর্জন উঠল গ্যালারিতে। মাঠের ফুটবলেও গতি বদলে গেল। প্রথমার্ধের শেষ মিনিটে রাফায়েল নাভারোর গোলে ১-০তে এগিয়ে গিয়েছিল কলোরাডো। এরপর ৫৭ মিনিটে দারুণ এক গোল করে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। তিন মিনিট পরই মেসির অ্যাসিস্টে এগিয়ে যায় মিয়ামি। লিয়ান্দ্রো আফনসোর গোলে ২-১-এ এগিয়ে যায় মেসি-সুয়ারেজরা। কিন্তু প্রতিপক্ষের গোলমুখে বারবার হুমকি ছড়ালেও শেষটা প্রত্যাশিত হলো না মিয়ামির। নির্ধারিত খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে কোলে বাসেল্টের গোল করলে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।


আরো সংবাদ



premium cement