১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবার ৫ উইকেট রুয়েলের

-

ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত রানে করেই চলেছেন তামিম ইকবাল। পাঁচ ম্যাচের চারটিতেই খেলেছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ম্যাচ জিততে অবশ্য সমস্যা হচ্ছে না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। জয় নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিনের অন্য ম্যাচে আবার ৫ উইকেট পেয়েছেন রুয়েল মিয়া। তার বোলিং তোপে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
তামিম-মিঠুনের ফিফটিতে জয় প্রাইমের
বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব আগে ব্যাটিংয়ে নেমে রুবেল হোসেন ও শেখ মেহেদি হাসানের বোলিংয়ে বেশি দূর যেতে পারেনি। ২০৮ রানেই থামে তাদের ইনিংস। তিনটি করে উইকেট নেন মেহেদি ও রুবেল। ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। ১০০ বলে ৭৪ রান করেন তামিম। চলতি লিগে চতুর্থ ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার ৭০তম ফিফটি। মিঠুনের ব্যাট থেকে আসে ৫১ রান। ম্যাচসেরার পুরস্কারও পান তামিম। জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে তারা। আট ম্যাচে পারটেক্সের জয় একটি।
টিপু-সাইফের স্পিনে আটকে গেল রূপগঞ্জ
বিকেএসপির ৩ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৯৩ রান করে ম্যাচসেরা হন সৈকত আলি। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩২ বল বাকি থাকতে ১৮৭ রানে গুটিয়ে গেছে রূপগঞ্জ। আট ম্যাচে ষষ্ঠ জয়ে নেট রান রেটে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে শেখ জামাল। সমান ম্যাচে পাঁচ জয়ে রূপগঞ্জের অবস্থান পঞ্চম।
রুয়েলের ক্যারিয়ার সেরা বোলিং
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রুয়েল ইসলামের বোলিং তোপে ৮৪ রানে অলআউট হয় গাজী টায়ার্স। বাঁহাতি এই পেসার ১৮ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। ৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচসেরা রুয়েল মিয়া।


আরো সংবাদ



premium cement
সব কোচদের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১

সকল