৩০ ম্যাচে গোল করে রেকর্ড ইন্টারের
- ক্রীড়া ডেস্ক
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইতালিয়ান সিরি ‘আ’তে চলতি মৌসুমে শিরোপা জয় এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইন্টার মিলানের। সান সিরোতে গত পরশু এম্পোলিকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে। এই জয়ে বড় এক রেকর্ডেও ভাগ বসিয়েছে ইন্টার। ম্যাচ শুরুর ৫ মিনিটেই ফেডরিকো ডিমার্কোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অ্যালেক্সিস সানচেজের করা ৮১ মিনিটের গোল করলে ২-০তে জয় নিশ্চিত হয় ইন্টারের। এই নিয়ে চলতি মৌসুমে সিরি ‘আ’তে খেলা ৩০ ম্যাচের সব ক’টি ম্যাচে গোল করেছে ১৯ বারের লিগ চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’তে এর আগে এই কীর্তি ছিল শুধু জুভেন্টাসের। লিগের সবচেয়ে সফল দলটি ২০১৩-১৪ মৌসুমে প্রথম ৩০ ম্যাচেই গোল পেয়েছিল।
সান সিরোর এই জয়ে ধীরে ধীরে শিরোপার খুব কাছাকাছিও পৌঁছে যাচ্ছে ইন্টার মিলান। মৌসুমে তাদের সামনে আর আটটি ম্যাচ। শেষ আট ম্যাচে ১১ পয়েন্ট পেলেই ২০তম সিরি ‘আ’ জিতে যাবে ইন্টার মিলান। ইতোমধ্যে ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিমোনে ইনজাগির দল। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টারের পয়েন্ট সমান ম্যাচে ৬৫। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্টাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা