১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মহিলা লিগের পূর্বাভাস

-


নেই টানা তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত লিগগুলোতে খেলা কুমিল্লা ইউনাইটেডেরও অনুপুস্থিতি এবার। এফসি ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশাল ফুটবল অ্যাকাডেমিও খেলছে না এবারের লিগে। ১২ দলের বদলে এবার ৯ দলের অংশগ্রহণে মহিলা ফুটবল লিগ। এর পরও এবারের লিগ হবে অন্যবারের চেয়ে বেশি জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। কারণ এবার দলগুলোর মধ্যে শক্তিতে পার্থক্য খুবই কম। পাঁচ-ছয় দল বেশ ব্যালেন্সড। জানালেন ফুটবল সংশ্লিষ্টরা
বাংলাদেশের মহিলা ফুটবলে কিংবদন্তি কোচ গোলাম রাব্বানী ছোটন। এর আগে ক্লাব ফুটবলে কোচিং করেছেন। তবে মহিলা লিগ এ পর্যন্ত পাঁচটি পর্ব শেষ করলেও এই লিগে তিনি ডাগ আউটে ছিলেন না। সেই অপেক্ষার অবসান ঘটছে এবার। মহিলা লিগের নতুন দল বাংলাদেশ আর্মি স্পোর্টিস ক্লাব লিমিটেডের কোচ তিনি। ছোটন অবশ্য আগে হওয়া সব মহিলা লিগের ম্যাচেই মাঠে থাকতেন। কারণ তাকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করতে হতো। আসন্ন লিগ নিয়ে তাই ছোটনের অভিমত, এবারের লিগ অন্যান্য বারের লিগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ যুক্তি হিসেবে দেখান, ‘এবার দলগুলো মোটামুটি ব্যালেন্সড। শক্তিতে ভারসাম্য আছে। আগে তো দেখা যেত এক দুই দলেই থাকত সব ভালো ফুটবলার। এবার কিন্তু তা নয়।’ উদহারন দিয়ে ছোটন বলেন, ‘এবার নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি জাতীয় দলের সাবিনাদের নিয়ে দল গড়েছে। আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবেও জাতীয় দলের উঠতি এবং সিনিয়র ফুটবলারে ঠাসা। সিরাজ স্মৃতিতে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ফুটবলার। ফরাশগঞ্জও অন্যবারের চেয়ে এবার ভালো দল। অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের খেলোয়াড় নিয়েছে তারা।’
এরপর নিজ দল আর্মি স্পোর্টস ক্লাব নিয়ে বলেন, আমাদের টিমে জাতীয় দলে খেলা সুলতানা, উন্নতি খাতুন, নওশিন, বৃষ্টি, মেহের, মাহফুজারা আছেন। ফুটবলারদের গড় বয়স ১৮/১৯। আমরাও এদের নিয়ে ভালো ফাইট দেবো। সেনাবাহিনীর ফুটবল দলের সুনাম আছে। তা ধরে রাখব। মহিলা দলকে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ সাফের শিরোপা এনে দেয়া কোচ সাইফুল বারী টিটু এখন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। তার মতে, ‘এবারের লিগে দলগুলো জাতীয় দলের ফুটবলারদের ভাগাভাগি করে পেয়েছে। তারা ভালো অনুশীলনের মধ্যে আছে। ফিটনেসও ভালো। তাই এবারের লিগের মানটা উন্নত হবে।

শক্তিশালী দল গড়া নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির সেক্রেটারি নাসরিন আক্তার বেবীর মতে, এবার তিন চারটি দল ভালো। তাই শিরোপার লড়াইরা জমজমাট হবে। বলা যাবে না কোন দল পাবে শিরোপা।
গত লিগের চতুর্থ হওয়া দল সিরাজ স্মৃতি সংসদ। ক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম লিয়ন জানান, এবারের লিগে অন্যবারের চেয়ে আরো বেশি আকর্ষণীয় হবে। যে ফরাশগঞ্জ আগে কোনো মতে দল গড়তো এবার তারাও লাল-সবুজ জার্সিধারী ফুটবলার নিয়েছে। ঢাকা রেঞ্জার্সও দলে টেনেছে রেহানার মতো স্কিলফুল মিডফিল্ডারকে। উত্তরা এফসিতে আছেন অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক মেঘলা রানী।
এবার দল কম হওয়ায় প্রত্যেক দলই ভালো ভালো খেলোয়াড়দের নিয়ে টিম সাজিয়েছে। এতে কিছু ফুটবলারের দেশের মহিলা ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ নষ্ট হয়েছে। বসুন্ধরা কিংস না থাকায় খেলোয়াড়দের পারিশ্রমিকও কম। এর পরও পাঁচ-ছয় দল প্রায় সমান শক্তির হওয়ায় আকর্ষণ কাড়বে এবারের এবিজি বসুন্ধরা মহিলা লিগ।
নাসরিন স্পোর্টসে জাতীয় দলের খেলোয়াড়রা হলেন- সাবিনা খাতুন, রুপনা চাকমা, শিউলী আজিম, মাছুরা পারভীন, মনিকা চাকমা, মারিয়া মাণ্ডা, সানজিদা আক্তার, শামসুন্নাহার, ছোট শামসুন্নাহার, সুমাইয়া মাতসুসিমা, কৃষ্ণা রানী, নিলুফার ইয়াসমিন নীলা, মারজিয়া, আনাই মুগিনি ও রিতু পূর্ণা চামকা।
আতাউর রহমান কলেজে জাতীয় দলের সদস্যরা হলেন- সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল, অর্পিতা বিশ্বাস, সুরমা জান্নাত, আফেইদা খন্দকার প্রান্তি, কোহাতি কিসকু, স্বপ্না রানী, সোহাগী কিসকু, মুনকি আক্তার, রুপা আক্তার, হালিমা আক্তার, আনিকা তানজুম, ঐশী খাতুন, জয়নব বিবি রিতা, সৌরভী আকন্দ প্রীতি, আকলিমা খাতুন, মোসাম্মদ সাগরিকা, শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন।
সিরাজ স্মৃতির জাতীয় দলের সদস্যরা হলেন- ইয়ারজান বেগম, রুমা আক্তার, রিতু আক্তার, মালাথুই মারমা, উমেলা মারমা, তৃষ্ণা রানী, নুসরাত জাহান মিতু, কানন রানী ভাণ্ডারী, সুলতানা আক্তার, পুজা দাস, আলপি আক্তার, থুইনুয়ে মারমা, ক্রানুচিং মারমা ও ফাতেমা আক্তার।
ফরাশগঞ্চে জাতীয় দলের ফুটবলাররা হলেন- স্বপ্না আক্তার ঝিলি, অনন্যা মুরমু বীথি, মরিয়ম বিনতে হান্না, আলমিনা, সাথী মুণ্ডা, বন্যা খাতুন, আনিকা তানজুম, লুৎফুরা আক্তার লিমা, নবীরন খাতুন ও মেরি আইরিশ ত্রিপুরা।
আর্মি স্পোর্টস ক্লাবের জাতীয় দলে খেলা ফুটবলাররা হলেন- সুলতানা, উন্নতি খাতুন, নওশিন, বৃষ্টি, মেহের ও মাহফুজা।
* সিনিয়র ও বয়সভিত্তিক জাতীয় দলে খেলা ফুটবলারদের নামই দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর আমরা জানি কোথায় আমাদের উন্নতি প্রয়োজন : মিরাজ কর্ণফুলীতে গ্যারেজে অগ্নিকাণ্ড, ৩৪ গাড়ি পুড়ে ছাই ‘গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে নতুন বাংলা‌দেশ গ‌ড়তে হ‌বে’

সকল