১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভিষেকে ৫ উইকেটের অপেক্ষায় হাসান মাহমুদ

-

বাংলাদেশ ক্রিকেট দলে এখন ব্যাক আপ পেস বোলালের অভাব নেই। একজন ইনজুরিতে পড়লে অন্য জন এসে সেই স্থান পূরণ করেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানেডতে খেললেও শেষ এক দিনের ম্যাচে খেলা হয়নি তানজিম হাসান সাকিবের। সিলেট টেস্টে অভিষেক হয় পেসার নাহিদ রানার। অভিষেকের প্রথম ইনিংসে তার নেয়া দুই উইকেট। পরের ইনিংসে নেন তিন উইকেট।
তবে লঙ্কারদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাকে দলে নেয়া হয়নি নাহিদ রানাকে। এই টেস্টে দলে ডান পান পেসার হাসান মাহমুদ। টেস্ট অভিষেকও রাঙালেন এই হাসানও। প্রথম ইনিংসে দুই উইকেট নেয়ার পর কাল তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশীদের সন্ত্বনা এনে দেয়ার মতো পারফরম্যান্স এই বোলারের। স্বাগতিকদের ফলোঅন না করিয়ে যে সুবিধা নিতে চেয়েছিল সফরকারীরা সেই মিশনে তাদের স্বস্তিতে রাখেননি হাসান মাহমুদ। সাথে খালেদ আহমেদ। দুই পেসার মিলে লংকানদের ছয় উইকেট ভাগাভাগি করেন। এতে হাসানের শিকার চারটি। অন্য দু’টি খালেদের। গতকালই অভিষেকে পাঁচ শিকার হয়ে যেত হাসানের। যদি সিøপে তার বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের ক্যাচ না ছাড়তেন ফিল্ডার শাহাদাত হোসেন দিপু।
প্রথম ইনিংসে এই ম্যাথুজকে আউট করেছিলেন হাসান মাহমুদ। কাল বাংলাদেশী ফিল্ডারের হাতে জীবন পেয়ে ৩৯ রানে অপরাজিত আছেন ম্যাথুজ।
হাসান দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন সফরকারীদের শিবিরে। তার বলে আউট ওপেনার দিমুথ করুনারতেœ। এরপর নিশান মাথুশাঙ্কা, দিনেশ চান্দিমাল এবং ধনাঞ্জয়া ডি সিলভাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এই এখন হাসান অপেক্ষায় ইনিংসে পাঁচ উইকেটের। এ জন্য এখন আজ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। অবশ্য লঙ্কানরা ইনিংমস ঘোষণা না করলেই হলো। এরইমধ্যে ৪৫৫ রানে এগিয়ে আছে তারা।
ইবাদত নেই, সাইফুদ্দিন টেস্ট দলের বাইরে। মোস্তাফিজ আইপিএলে ব্যস্ত। এই অবস্থায় দলের প্রয়োজন পূরণ করছেন হাসান মাহমুদ।

 


আরো সংবাদ



premium cement