১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সকালের সেশন গুরুত্বপূর্ণ : অ্যাডামস

চট্টগ্রাম টেস্টে গতকাল প্রথম দিন শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাদের উজ্জীবিত করার চেষ্টায় মুমিনুল হক : ক্রিকইনফো -

শ্রীলঙ্কা এই মাঠে ২০১৮ সালে ৭১৩ রান করেছিল যা এখনো এই মাঠের সর্বোচ্চ। ২০২২ সালে সবশেষ টেস্টে তারা ৩৯৭ রানে অলআউট হয়েছিল। ভারত একই বছর ৮ উইকেটে করেছিল ৪১৩ রান। ব্যাটিং স্বর্গ এই উইকেটে বোলাররা যেমনই করুক ব্যাটসম্যানদের অবারিত সুযোগ থাকে বড় কিছু করার। একবার থিতু হয়ে গেলে, ভুল না করলে বড় রান করা যায় সহজে।
শ্রীলঙ্কাকে বেশিদূর যেতে দিতে চায় না বাংলাদেশ। চার উইকেটে ৩১৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে অতিথিরা। অবিচ্ছিন্ন জুটিতে ২৫ রান যোগ করে দিনের খেলা শেষ করেন দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। পরে আছেন কামিন্দু মেন্ডিস। নিয়মিত তিন ব্যাটসম্যান বাংলাদেশের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সে জন্য দ্বিতীয় দিনের সকালের সেশনকে গুরুত্বপূর্ণ বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
দিন শেষের স্কোরবোর্ডের যে চিত্র তাতে স্বস্তি স্বাগতিক শিবিরে। ব্যাটিং-বান্ধব উইকেটে আঁটসাঁট বোলিংয়ে তৃপ্ত বাংলাদেশের বোলিং কোচ। সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘স্বস্তির মতোই। আমরা সকালে সুযোগ তৈরি করেছিলাম কিন্তু হাতছাড়া করেছি। অনেকটা প্রথম টেস্টের মতোই ঘটনা। সকালে পাঁচ উইকেট পেয়েছিলাম। কিন্তু পরে ধারাবাহিকতা রাখতে পারিনি।’
তিনি যোগ করেন, ‘আমাদেরকে আগামীকাল (আজ) ভালো বোলিং করতে হবে। আজ (গতকাল) যতটুকু না করেছি আগামীকাল (আজ) আরো লম্বা সময়ের জন্য ভালো বোলিং করতে হবে। উইকেটে এখনো তাদের সেরা দু’জন ব্যাটসম্যান আছে। এর পরও একজন অপেক্ষায় আছে। তাদের ওপর চাপ প্রয়োগ করতে পারব। আমরা আগেও দেখেছি লম্বা সময়ের জন্য যদি চাপ প্রয়োগ করতে না পারি তাহলে তারা ম্যাচটা আমাদের থেকে ছিনিয়ে নেবে।’
উইকেট নিয়ে অ্যাডামসের মূল্যায়ন, ‘উইকেট এখন ব্যাটিং বান্ধব। তিনজন পেসার সিলেটে খেলিয়েছিলাম। এখানের উইকেট ধীরগতির এবং নিচু। ঘাস তেমন নেই। তবুও কিছু সিম মুভমেন্ট রয়েছে। যা এখনো সুযোগ তৈরি করছে। তবে আমি উইকেটকে বড় ফ্যাক্টর মানতে চাই না। আমাদের ভালো করতে হবে।’
এই টেস্টে ভালো করতে হলে, ফল পেতে হলে ব্যাটসম্যানদের রানের বিকল্প নেই জানিয়ে রাখলেন অ্যাডামস, ‘আমার বোধ সেটাই বলছে (ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে)। তবে আমরা যদি কাল (আজ) সকালে বোলিং ভালো না করি তাহলে ম্যাচটা দূরে চলে যাবে। আপনি যদি রান না করেন তাহলে ভালো বোলিং করেও জিততে পারবেন না।’


আরো সংবাদ



premium cement