১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওরা আক্রমণাত্মক হলে আমরাও হবো : ধনঞ্জয়া

-

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে দুই টেস্ট সিরিজের শেষটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল শ্রীলঙ্কান অধিনায়কে স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো করা হলো ম্যাচকেন্দ্রিক। সংবাদ সম্মেলনে গতকাল অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে ম্যাচের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি উত্তরগুলো ম্যাচ শেষ হওয়ার জন্য জমিয়ে রাখলেন। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় সব প্রশ্নই এড়িয়ে গেলেন ধনাঞ্জয়া।
বাংলাদেশ দলে ফেরা সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে কেমন ভূমিকা রাখতে পারেন, এ প্রশ্নের উত্তরে ধনাঞ্জয়া বলেন, এটা তো আমি এখন বলতে পারব না। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না। সাকিব ফেরায় বাংলাদেশ দলের স্পিন আক্রমণের শক্তি বৃদ্ধি নিয়েও একই উত্তর দিয়েছেন, আগেই বললাম, ম্যাচের আগে বলতে পারব না।

সাকিব প্রসঙ্গে বলেন আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। আপনার বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত (হাসি)।
এরপর বাংলাদেশ দল নিয়ে ধনঞ্জয়া বলেন, ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হবো। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব। যে উইকেটে খেলা হবে, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে লঙ্কান অধিনায়ক জানালেন, উইকেট আমার কাছে ভালো লেগেছে। এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে। পরে অন্য প্রশ্নের উত্তরে বলেন, পরে যত সময় গড়াবে, তখন হয়তো স্পিন ধরবে।
এ ধরনের উইকেটে শ্রীলঙ্কা দল কয়জন পেসার নিয়ে দল সাজাবে, তা নিয়ে আছে কৌতূহল। কাসুন রাজিথার চোটে সুযোগ পাওয়া আসিথা ফার্নান্ডো একাদশে থাকবেন তো? ধনঞ্জয়া সরাসরি না বললেও দলের সমন্বয় নিয়ে একটা আভাস দিয়েছেন, আমরা যদি তিন পেসার নিয়ে খেলি, তাহলে আসিথা নিশ্চয়ই খেলবে।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত

সকল