১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রথমবারের মতো সেরা দশে নাহিদা

-

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। অবশ্য বল হাতে নজর কেড়েছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। প্রথম ম্যাচে বল হাতে ১০ ওভারে ২৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। এমন পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে বড় প্রভাব রেখেছেন নাহিদা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা দশে। চার ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে আছেন নাহিদা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের এটাই কোনো নারী বোলারের সেরা অবস্থান।
এর আগে গত বছরের ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন তিনি। এটাই এত দিন বাংলাদেশের নারী ক্রিকেটারদের সেরা অবস্থান ছিল। সালমা খাতুনকে টপকে ওয়ানডে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও হন এই স্পিনার। তিনি টি-২০তেও বাংলাদেশের সেরা বোলার। নাহিদা দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এ দিকে বাংলাদেশের বোলারদের মধ্যে উন্নতি করেছে সুলতানা খাতুনও। তিনি দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন।


আরো সংবাদ



premium cement