রানার্সআপ আরামবাগ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০৫
যাত্রাবাড়ী ঝটিকা সংসদ চ্যাম্পিয়ন হওয়ার পর রানার্সআপ হওয়ার দৌড়ে ছিল পূর্বাচল পরিষদ ও বিক্রমপুর কিংস। কিন্তু পূর্বাচল পরিষদ হেরে বসে সিটি ক্লাবের কাছে। বিক্রমপুর কিংস ড্র করে গৌরীপুরের সাথে। এতে পূর্বাচল ছিটকে গেলেও চান্স ছিল বিক্রমপুর কিংসের। এ জন্য গতকাল কিংস্টারের কাছে হারতে হতো আরামবাগ ফুটবল অ্যাকাডেমিকে। তা হলে আরামবাগ ও বিক্রমপুর কিংসের পয়েন্ট সমান ২১ হতো। সে ক্ষেত্রে এই দুই দলকে মধ্যে প্লে-অফ হতো। কিন্তু কাল কমলাপুর স্টেডিয়ামে কিংস্টারের সাথে গোলশূন্য ড্র করে রানার্সআপ হওয়া নিশ্চিত করে আরামবাগ। ফলে তারা আগামী সিনিয়র ডিভিশন বা প্রথম বিভাগে উন্নীত হলো। আরামবাগের পয়েন্ট ২২। ২১ পয়েন্ট বিক্রমপুর কিংসের। ২০ পয়েন্ট পূর্বাচল পরিষদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা