০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

কাতার বিশ্বকাপে বাংলাদেশের শিয়াতক

-

বিশ্বকাপ ফুটবল এলেই এই সর্ববৃহৎ ফুটবল আসরের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করা হয় বাংলাদেশের গার্মেন্টগুলোতে বিশ্বকাপের জার্সি বানানো নিয়ে। এখন অবশ্য সরাসরি বিশ্বকাপের মাঠেই থাকেন বাংলাদেশীরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মেডিক্যাল কমিটিতে ছিলেন বাংলাদেশের একজন। স্বেচ্চাসেবক হিসেবে পাওয়া যায় দুই বাংলাদেশীকে। ১৯৯৪ সালের বিশ্বকাপে ডিসিপ্লিনারি কমিটিতে ছিলেন বাংলাদেশের এক কর্মকর্তা। রাশিয়া বিশ্বকাপে শুভেচ্ছা দূত ছিলেন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ। আর এবার প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে রেফারিদের গাইড ও কো-অর্ডিনেটরের ভূমিকায় লাল-সবুজদের দেশের শিয়াকত আলী।
শিয়াকত ২০১৩ সালে কাতারে যান সাধারণ শ্রমিক হিসেবে। তবে এখন তিনি কাতারের প্রথম শ্রেণীর এলিট সহকারী রেফারি। ২৫০ মতো ফিফা প্রীতিম্যাচে মাঠে ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই ছেলে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এই সব ক্লাবের বয়সভিত্তিক দলের খেলায় সহকারী রেফারির ভূমিকায় ছিলেন তিনি। এবার কাতারে অনুষ্ঠিত নেপাল ও শ্রীলঙ্কার ফিফা প্রীতিম্যাচের মাঠে পতাকা হাতে ছিলেন শিয়াকত। কাতারের সাথে অন্য দেশের ফিফা প্রীতিম্যাচ হলেও মাঠে থাকেন তিনি। কাতার পেশাদার লিগের নিয়মিত সহকারী রেফারি তিনি।
দেশে স্থানীয় পর্যায়ে মাঝে মধ্যে রেফারিং করতেন শিয়াকত। তবে কাতার যাওয়ার পর বার্সেলোনার একটি প্রজেক্টের খেলা দেখতে মাঠে যান। তখন মাঠে উপস্থিত রেফারিদের সাথে আলাপকালে শিয়াকত নিজের রেফারিং করার ইচ্ছে রেফারিদের জানালে তারা তাকে কাতার ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলেন। সেই যোগাযোগের পরই শিয়াকত আজ মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশের গর্বে পরিণত হয়েছেন। কোর্সে বিদেশীদের মধ্যে সব সময়ই প্রথম হন। যার সূত্র ধরে এবারের বিশ্বকাপে আসা ৩৬ রেফারি, ২৪ জন ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি এবং ৬৯ সহকারী রেফারির গাইড হিসেবে কাজের সুযোগ পান তিনি। সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি এই দায়িত্ব পেলেন। উল্লেখ্য, ১০ বছর ধরে কাতারে রেফারি করছেন শিয়াকত।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল