প্রিমিয়ারে উঠল ফর্টিস
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জুন ২০২২, ০০:০০
গত বছর অল্পের জন্য প্রিমিয়ারে উঠা থেকে বঞ্চিত হওয়া। তবে এবার আর লক্ষ্যচ্যুতি নয়। বরং দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠা। গতকাল বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে হাসানুজ্জামানের হ্যাটট্রিকে কাওরানবাজার প্রগতি সংসদকে ৫-০ গোলে হারিয়ে আগামী বছর প্রিমিয়ারে খেলা নিশ্চিত করেছে ফর্টিস এফসি। অপর দুই গোল করেন জিকু ও বোরহান। ফলে তাদের পয়েন্ট ২০ খেলায় ৪৩। কোচ জাহিদুর রহমান মিলনের গড়া এই দল গতকাল পর্যন্ত শেষ করেছে ২০টি ম্যাচ। কাল কমলাপুর স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই আনন্দে মেতে উঠে ফর্টিসের খেলোয়াড় কর্মকর্তারা। উল্লেখ্য এবার বিসিএল থেকে দুটি দল উঠবে। নেমেও যাবে দুই দল।
এ দিকে নিজেদের কাজ করে রেখেছে নোফেল স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ারে ওঠার মিশনে তারা গতকাল ৪-১ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। নোফেলের পক্ষে রফিক দু’টি এবং আফরোজ একটি গোল করেন। অপর গোলটি আত্মঘাতী। ১০ জনে পরিণত হওয়া অগ্রণী ব্যাংকের হয়ে ব্যবধান কমান সাব্বির। এতে নোফেলের পয়েন্ট ২০ খেলায় ৩৪ পয়েন্ট। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা