০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`

‘বাংলাদেশের কন্ডিশন বেমানান’

-

সর্বশেষ সিরিজে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে অলআউট হয়েছে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে। দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে সবচেয়ে কম রান উঠেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে। এখন পর্যন্ত দু’টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে পাঁচ ম্যাচ সিরিজে সবচেয়ে কম ১১২০ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজজুড়ে ওভারপ্রতি রান উঠেছে ৬-এর নিচে। বর্তমান সময়ে যা অবিশ্বাস্য। ১০টি ইনিংসের একটিতেও হয়নি ১৫০ রান বা এর কাছাকাছি। বাংলাদেশের করা ১৩১ রানই সর্বোচ্চ। ফলে প্রথমবারের মতো নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী রাচীন রবীন্দ্র বাংলাদেশের কন্ডিশন নিয়ে চিন্তিত। তার মতে বাংলাদেশের কন্ডিশন টি-২০-এর জন্য উপযুক্ত নয়।
বাংলাদেশের কন্ডিশনকে টি-২০-এর জন্য আদর্শ নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান, ‘বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-২০-এর কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা হবে রোমাঞ্চকর।’
২০১৬ সালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন রবীন্দ্র। সংযুক্ত আরব আমিরাতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ডের পেসবান্ধব উইকেটে খেলে বড় হওয়ায় এখানের টার্নিং ও সেøা উইকেট তাদের জন্য একেবারে অচেনা ছিল। রবীন্দ্র জানিয়েছেন, ‘এটি ভিন্ন অভিজ্ঞতা। আমরা তখন সংযুক্ত আরব আমিরাতে ছিলাম এবং কন্ডিশন প্রত্যাশার চেয়ে একেবারে ভিন্ন ছিল। সেখানে টার্নিং এবং মন্থর উইকেট ছিল। সত্যি বলতে আমরা কখনই এমন উইকেটের মুখোমুখি হইনি। সে অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে।’
আগামীকাল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। সফরে বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কিউইরা। তাদের দলে নেই টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের কোনো খেলোয়াড়। অবশ্য গত ২০ আগস্ট দেশটির দুই ক্রিকেটার ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে দুবাই হয়ে হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকায় পা রেখেই সরাসরি চলে গেছেন হোটেল কোয়ারেন্টিনে।


আরো সংবাদ



premium cement
মামলার জট খুলছে তারেক রহমানের রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যু আরেক চক্রান্ত : ফখরুল ইউনূস-বিএনপি-জামায়াত ‘হিন্দুর বন্ধু’, মোদির ভূমিকায় ক্ষুব্ধ গোবিন্দ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে : ডা: তাহের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি ইরানের জরিপে জাতীয় পর্যায়ে এগিয়ে কমলা, ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে ট্রাম্প সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ ড. কামাল হোসেনের রাজধানীর আবাসিক হোটেল আ’লীগ নেতাদের আস্তানা হাসিনার বিরুদ্ধে এবার আইসিসিতে গণহত্যার মামলা প্রতি চার দিনে খুন হন এক সাংবাদিক, বেশির ভাগ ক্ষেত্রে দোষীদের বিচার হয়নি নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে আইনজীবীদের নতুন প্রস্তাব

সকল