২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘বাংলাদেশের কন্ডিশন বেমানান’

-

সর্বশেষ সিরিজে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে অলআউট হয়েছে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে। দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে সবচেয়ে কম রান উঠেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে। এখন পর্যন্ত দু’টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে পাঁচ ম্যাচ সিরিজে সবচেয়ে কম ১১২০ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজজুড়ে ওভারপ্রতি রান উঠেছে ৬-এর নিচে। বর্তমান সময়ে যা অবিশ্বাস্য। ১০টি ইনিংসের একটিতেও হয়নি ১৫০ রান বা এর কাছাকাছি। বাংলাদেশের করা ১৩১ রানই সর্বোচ্চ। ফলে প্রথমবারের মতো নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী রাচীন রবীন্দ্র বাংলাদেশের কন্ডিশন নিয়ে চিন্তিত। তার মতে বাংলাদেশের কন্ডিশন টি-২০-এর জন্য উপযুক্ত নয়।
বাংলাদেশের কন্ডিশনকে টি-২০-এর জন্য আদর্শ নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান, ‘বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-২০-এর কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা হবে রোমাঞ্চকর।’
২০১৬ সালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন রবীন্দ্র। সংযুক্ত আরব আমিরাতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ডের পেসবান্ধব উইকেটে খেলে বড় হওয়ায় এখানের টার্নিং ও সেøা উইকেট তাদের জন্য একেবারে অচেনা ছিল। রবীন্দ্র জানিয়েছেন, ‘এটি ভিন্ন অভিজ্ঞতা। আমরা তখন সংযুক্ত আরব আমিরাতে ছিলাম এবং কন্ডিশন প্রত্যাশার চেয়ে একেবারে ভিন্ন ছিল। সেখানে টার্নিং এবং মন্থর উইকেট ছিল। সত্যি বলতে আমরা কখনই এমন উইকেটের মুখোমুখি হইনি। সে অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে।’
আগামীকাল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। সফরে বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কিউইরা। তাদের দলে নেই টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের কোনো খেলোয়াড়। অবশ্য গত ২০ আগস্ট দেশটির দুই ক্রিকেটার ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে দুবাই হয়ে হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকায় পা রেখেই সরাসরি চলে গেছেন হোটেল কোয়ারেন্টিনে।


আরো সংবাদ



premium cement
‘৫ আগষ্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন’ বাংলাদেশীদের ৫ দেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা জুরাইনে রিকশাচালকদের অবরোধ : ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী : আইএসপিআর বগুড়ায় যৌথবাহিনীর অভিযান : বিদেশী পিস্তলসহ ৩ আ’লীগ নেতা গ্রেফতার মুন্সীগঞ্জে মহাসড়কের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার বুড়িচংয়ে অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সাথে স্মরণসভা শ্রীপুরে মহিলা আ’লীগের সভাপতি গ্রেফতার মুডি’স রেটিং অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নয় : বাংলাদেশ ব্যাংক নাটোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা জনগণের ভোটে নির্বাচিতদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব : ধর্ম উপদেষ্টা

সকল