তারকাশূন্য হয়ে পড়ল ইউরো
- ক্রীড়া ডেস্ক
- ০১ জুলাই ২০২১, ০০:৫৪
একে একে ফেবারিট দল গুলোর বিদায়। সাথে ইতি তারকা ফুটবলারদেরও। কারো কারো এটিই শেষ ইউরো। একের পর এক নামীদামি ফুটবলারদের বিদায়ের ফলে কার্যত তারকা শূন্যই হয়ে পড়েছে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। প্রথমে বিদায় পর্তুগালের। এরপর ফ্রান্সের। সাথে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার। পরশু রাতে ছিটকে পড়া জার্মানির। ফলে কোয়ার্টার ফাইনালে আর তেমন বড় তারকার উপস্থিতি থাকছে না।
ক্রিশ্চিয়ানো রোনালদো, ম্যানয়েল নূয়ার, টমাস মুলার, করিম বেনজেমা, রবের্তে লেভানোদস্কিদের এটাই বলতে গেলে শেষ বিশ্বকাপ। তাদের শেষটাও হলো না রঙিন। লেভানোদস্কির পোল্যান্ড প্রথম রাউন্ডেই বিদায় নেয়। রোনালদো পর্তুগাল, এমবাপ্পে, গ্রিজম্যান, বেনজেমাদের ফ্রান্স, নূয়ার, মুলারদের জার্মানির ছিটকে পড়া দ্বিতীয় রাউন্ড থেকে। এদের অনুপস্থিতিতে ইংল্যান্ডের হ্যারি কেন, রহিম স্ট্যার্লিং, স্পেনের আলভারো মোরাতা, পাবলো সাভারিয়া, ফেরান টরেস, ইতালির সিরো ইমোবিল, সুইজারল্যান্ডের গ্রানিথ জাকা, জেরদান সাকিরি, বেলজিয়ামের রোমেলো লুকাকু, এডিন হ্যাজার্ড, ডি ব্রুইনেদের এখন মাঠের দর্শকদের মুগ্ধ করার দায়িত্ব।
তবে এরা কোনোভাবেই রোনালদো, এমবাপ্পে, গ্রিজম্যান, বেনজেমাদের অভার পূরণ করতে পারবেন না তারকা খ্যাতির দিক থেকে। আর ইউরো যে এই করুন বিদায় জানাবে রোনালদো, বেনজেমাদের তা কেউ চিন্তাতেও রাখেনি। আগের ইউরোর ট্রফি ছিল রোনালদোর হাতে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে ছিলেন না বেনজেমা। এবারের ইউরোতে চার গোল করা এই স্ট্রাইকার আর বেশি দূর যেতে পারেননি সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হারায়। গ্রিজম্যান, এমবাপ্পেরা বিশ্বকাপ জয়ের সাথে হাতে নিতে পারলেন না ইউরোর ট্রফিও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা