০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রবিউলের ট্রান্সফার ফি ১৫ লাখ টাকা

-

মধ্যবর্তী দলবদলে এবার ৪৮ জন ফুটবলারের দলবদল হয়েছে। এর মধ্যে বিদেশী ১৩ জন। এই ফুটবলারদের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে দলবদল হয়েছে দুইজনের। একজন সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার আরিফুল ইসলাম ও অন্যজন বসুন্ধরা কিংসের রবিউল হাসান। আরিফ সাইফ স্পোর্টিং ছেড়ে যোগ দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এ জন্য শেখ জামালকে পাঁচ লাখ টাকা ট্রান্সফার ফি দিতে হয়েছে। জানান শেখ জামাল ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। বসুন্ধা কিংস থেকে রবিউলকে মোহামেডানে যেতে ট্রান্সফার ফি লেগেছে ১৫ লাখ টাকা। তথ্য দেন মোহমেডান কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স। জাতীয় দল থেকে বাদ পড়া এবং লাওস ও কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক রবিউলকে নানা কারণেই বাদ দিয়েছে বসুন্ধা কিংস কোচ। এখন অবশ্য রবিউলের সেরাটা আদায়ের চেষ্টা করছেন মোহামেডান কোচ কর্মকর্তারা। ব্রাদার্স ১৪ এবং আরামবাগ ১২ ফুটবলারকে নতুন করে রেজিস্ট্রেশন করালেও তাদের কোনো ট্রান্সফার ফি লাগেনি। জানান ব্রাদার্স ম্যানেজার আমের খান ও আরামবাগ সেক্রেটারি ইয়াকুব আলী।

 


আরো সংবাদ



premium cement