ব্রাদার্সে ফিরছেন রেজা পারকাস
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ মার্চ ২০২১, ০০:০০
কোচ বিহীন ফেডারেশন কাপে খেলে কোনে ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া। এরপর লিগের জন্য আবদুল কাইউম সেন্টুকে দায়িত্ব দেয়া হলেও তিনি কয়েক ম্যাচ পর চলে যান। পরে কোচ বিহীন দলটি লিগের প্রথম পর্ব শেষ করেছে এক ম্যাচে জয় আর ৫ পয়েন্ট নিয়ে। তবে এভাবে কোচ বিহীন চললে প্রিমিয়ারে টিকে থাকা কঠিন হবে ব্রাদার্স ইউনিয়নের। তাই বিদেশী কোচ খুঁজছিল ক্লাব কর্মকর্তারা। এক ইংলিশ কোচ ঢাকায় এলেও অন অ্যারাইভাল ভিসা না পাওয়ায় তাকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়। আরেক রাশিয়ান কোচের সাথে কথা চললেও শেষ পর্যন্ত তা আর অগ্রসর হয়নি। ফলে শেষ পর্যন্ত গত বছর অসমাপ্ত লিগ পর্যন্ত কাজ করা ইরানি বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পারকাসকেই কোচের দায়িত্ব দিচ্ছে ক্লাবটি। ভিসা হলেও চলে আসবেন রেজা। জানান, ব্রাদার্স ম্যানেজার আমের খান।
ক্লাবটি একই সাথে নতুন বিদেশীও খুঁজছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা