২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিটনেস ও ব্যাটিংয়ে ঠিকই আছি : তামিম

-

তামিম দীর্ঘ পাঁচ মাস পরে মাঠে ফেরার অনুভূতি জানিয়ে গতকাল তার দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে জানালেন, অনেক দিন পরে অনুশীলন শুরু করলাম, প্রায় চার-পাঁচ মাস পর। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা জড়তা থাকবে মনে করেছিলাম, ততটা খারাপ অবস্থা আসলে না। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে। ফিটনেসের দিক থেকেও ঠিকই আছি।
দীর্ঘদিন ক্রিকেটের বাইরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম-মাহমুদুল্লারা বেশ কিছু দিন হলো মাঠের অনুশীলন শুরু করেছেন। কিন্তু বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল গত রোববার থেকে শুরু করেছেন মাঠে আসা। গতকাল জানালেন, ব্যাটিং দেখে বিস্মিত নিজেই। ভেবেছিলেন ব্যাটিংয়ে মরচে ধরেছে। কিন্তু ইনডোর অনুশীলনে দেখলেন ঠিকই আছে। কোনো সমস্যা হয়নি ব্যাটিং কিংবা ফিটনেসে।
শ্রীলঙ্কা সফরকে লক্ষ্য করে দেশসেরা ওপেনার ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়েছেন মাঠে। ঘরের ফিটনেস অনুশীলন ছেড়ে শুরু করেছেন মাঠের অনুশীলন। তামিমরা বাসায় ফিটনেস নিয়ে কাজ করেছেন। ট্রেডমিলে দৌড়েছেন। তবে রোদের মধ্যে দৌড়ানো, ফিটনেস নিয়ে কাজ করাটা কঠিন। বাঁহাতি এই ওপেনার তাই মনে করেন, আরো সপ্তাহখানেক তার লাগবে মানিয়ে নিতে, যেভাবে নিয়ম মেনে সবকিছু করছি তাতে খুবই পজিটিভ মনে হয়েছে। আশা করছি এভাবে এগোতে থাকব। আমরা এখন সবাই জানি, আমাদের খেলা কবে শুরু হবে এবং সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
তামিম আরো বলেন, এই তিন-চার মাস অনেক কঠিন ছিল। হয়তো আমরা বাসায় ছিলাম, পরিবারের সাথে ছিলাম। তবে মানসিক একটা চাপের মধ্য দিয়ে গিয়েছি। বাসা থেকে বের হতে পারছিলাম না। এই চার মাস অন্যরকম ছিল। স্বাস্থ্যের ব্যাপারে পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা ছিল। অবশেষে আমরা যেটা করতে পছন্দ করি, সেই খেলাধুলায় ফিরতে পেরেছি। এটা অনেক ভালো ব্যাপার।

 


আরো সংবাদ



premium cement
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বলল ভারত সরকারের মুখপাত্র প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে নজির হলেন সালাহ

সকল