০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

ফিফায় নালিশ করবেন তরফদার

-

বাফুফের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হয়েছে ৩ অক্টোবর। এরপরই নতুন করে নড়েচড়ে বসেছেন প্রার্থী এবং কাউন্সিলররা। তরফদার মো: রুহুল আমিন অভিযোগ করেছেন ভোটার তালিকায় অনিয়ম করা হয়েছে বলে। এই অনিয়ম দূর না করলে ফিফা-এএফসিতে নালিশ করবেন বলেও হুমকি দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই পরিচালক।
গতকাল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো: রুহুল আমিনের নেতৃত্বে সংবাদ সম্মেলন করেছেন কাজী মো: সালাউদ্দিন বিরোধীরা। সব পদে নির্বাচন করার ঘোষণা দেয়া হয়েছে। তবে সভাপতি পদে কেউ নির্বাচন করবেন কি না তা পরিষ্কার করা হয়নি। কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা সেটিও খোলাসা করা হয়নি।
১৩৯ ভোটারের মধ্যে ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আবদুর রহিম, দি মুসলিম ইনস্টিটিউটের জাহাঙ্গীর আলম বাবুল এবং নবাবপুর ক্রীড়া চক্রের মীর নিজাম উদ্দীন আহমেদকে নিয়ে জোর আপত্তি জানান তরফদার। ডেলিগেট ফরম বিতরণ কার্যক্রম এবং গ্রহণের ক্ষেত্রে বাফুফের যে যাচাই-বাছাই কমিটি কাজ করেছে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তরফদার।

 


আরো সংবাদ



premium cement